DA News: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট আপডেট, জানুয়ারিতে কি বাড়ছে মহার্ঘভাতা?

Published : Dec 12, 2024, 02:45 PM ISTUpdated : Dec 12, 2024, 04:54 PM IST

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জল্পনা কিন্তু চলছেই।

PREV
110
আর তারই মাঝে এবার এল বড় আপডেট

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কী বলছেন?

210
তিনি জানিয়েছেন,

“গত ২০১৭ সালের ১ জুলাই থেকে এক শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর আবার ২০১৯ সালের ১ জুলাই সবথেকে বেশি পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ডিএ।”

310
এআইসিপিআই নামক স্বশাসিত প্রতিষ্ঠান

যারা প্রত্যেক মাসেই মূল্যসূচক ঘোষণা করে।

410
সেটি অবশ্য কোনও মাসে শূন্য শতাংশও হতে পারে

কিন্তু আবার কোনও মাসে আট শতাংশ থেকে ১০ শতাংশও হতে পারে বলে জানান তিনি।

510
কিন্তু এই রাজ্যে ঠিক কী হয়?

তিনি বলছেন, “ডিএ (DA) দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ম, নীতি মানা হয় না এই রাজ্যে।”

610
কারণ, ডিএ প্রধানত রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপরই নির্ভর করে থাকে

গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

710
বর্ধিত ডিএ ২০২৪ সালের ১ এপ্রিল

কিন্তু পরবর্তী সময়ে আবার বর্ধিত ডিএ ২০২৪ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করার কথা ঘোষণা করা হয়।

810
তাহলে কি ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়বে?

আদৌ তা বৃদ্ধি পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই জল্পনার স্তরে।

910
কারণ, ২০২৪ সালের ১ জানুয়ারি

সেই সময় থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি (State Government) কর্মচারীদের ৪% মহার্ঘভাতা বৃদ্ধি পেয়েছিল।

1010
তারপর আবার চার শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের

বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories