রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জল্পনা কিন্তু চলছেই।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কী বলছেন?
“গত ২০১৭ সালের ১ জুলাই থেকে এক শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর আবার ২০১৯ সালের ১ জুলাই সবথেকে বেশি পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল ডিএ।”
যারা প্রত্যেক মাসেই মূল্যসূচক ঘোষণা করে।
কিন্তু আবার কোনও মাসে আট শতাংশ থেকে ১০ শতাংশও হতে পারে বলে জানান তিনি।
তিনি বলছেন, “ডিএ (DA) দেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ম, নীতি মানা হয় না এই রাজ্যে।”
গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশের দিন ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল।
কিন্তু পরবর্তী সময়ে আবার বর্ধিত ডিএ ২০২৪ সালের ১ এপ্রিল থেকে কার্যকর করার কথা ঘোষণা করা হয়।
আদৌ তা বৃদ্ধি পাবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুরোটাই জল্পনার স্তরে।
সেই সময় থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি (State Government) কর্মচারীদের ৪% মহার্ঘভাতা বৃদ্ধি পেয়েছিল।
বর্তমানে তারা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।