লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার এল বিরাট আপডেট।
রাজ্যের মহিলাদের আর্থ-সামাজিক উন্নতির স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই এই প্রকল্পের শুরু।
আর এবার সরকারের এই অন্যতম বড় প্রকল্পটি নিয়েই এল বড় আপডেট।
তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা করে পান।
প্রতি মাসের শুরুতেই প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে (Account) পৌঁছে যায় এই প্রকল্পের টাকা।
আর এবার এই সম্পর্কে আরও বেশ কিছু তথ্য জানা গেল।
নাহলে টাকা আসবে না নির্দিষ্ট অ্যাকাউন্টে (Lakshmir Bhandar Payment Check Status)।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক করানো না থাকে, তাহলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার।
তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো বাধ্যতামূলক।
যদি কোনো উপভোক্তা এখনও নিজেদের জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা নিয়ে থাকেন, তাহলেও বন্ধ হয়ে যেতে পারে টাকা আসা।
অন্যদিকে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে KYC করা না থাকলেও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।