DA News: রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট খবর! সুপ্রিম কোর্টে কি পিছিয়ে যাচ্ছে শুনানি?

Published : Dec 28, 2024, 07:01 PM IST
central government employees

সংক্ষিপ্ত

দীর্ঘ দুই বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। 

আবারও ডিএ নিয়ে বড় আপডেট সামনে এল। এমনিতেই মোট ১৩ বার শুনানি পিছিয়ে গেছে।

দীর্ঘ দুই বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। আর এই আবহের মধ্যেই আগামী ২০২৫ সালে, ডিএ শুনানির দিনই কি মামলাটি উঠবে আদৌ আদালতে? এবার বকেয়া ডিএ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এল।

আর এরপর থেকে অনেকেই মনে করতে শুরু করছেন যে, আগামী ৭ জানুয়ারিতে আদৌ এই মামলার শুনানি সম্পন্ন হবে কি না। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে একটি অ্যাডভান্স লিস্ট। তবে আগামী ৭ জানুয়ারি, সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি উঠবে কি না, তা ঠিক এই অ্যাডভান্স লিস্ট থেকে বোঝা হয়ত সম্ভব নয়।

কারণ, সেই তালিকায় মামলাটি ৭০৬ নং ক্রমতালিকায় রয়েছে। এহেন পরিস্থিতিতে ডেইলি কজ লিস্টের অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত যে মামলাটি চলছে, সেটি মূলত পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত মামলা। গত ২০১৬ সাল থেকে সেই মামলাটি চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে এখন সুপ্রিম কোর্টে এসেছে।

এদিকে আবার ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসর গ্রহণের দিন হল ২০২৫ সালের ৩১ জানুয়ারি। ফলে, ডিএ মামলার পরবর্তী শুনানির পর জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে আর মাত্র ২৪ দিন।

এই আবহে তিনি ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি করে যেতে পারবেন কি না, তা নিয়েই এখন সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মীদের অনেকের মনে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস