৪ শতাংশ হারে ডিএ ঘোষণা করতে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাজেটেই বড় ঘোষণা মহার্ঘ ভাতা নিয়ে

Published : Feb 04, 2025, 08:54 PM IST

বর্তমানে এই রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৯ শতাংশ। 

PREV
110
ডিএ বৃদ্ধি

গত এক বছর ধরে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়েনি রাজ্যের সরকরি কর্মীদের। সরকারি কর্মীদের অনুমান বাজেটেই ঘোষণা করা হতে পারে ডিএ।

210
বাজেট অধিবেশন

রাজ্যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারি।

310
বাজেট পেশ

আগামী ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে।

410
পূর্ণাঙ্গ বাজেট

এটাই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেটে বড় কোনও ঘোষণা থাকতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

510
বাজেটে দুইবার ডিএ বৃদ্ধি

গত বছর বছর বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। তাই বিশেষজ্ঞদের অনুমান এবারও বজেটেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হবে।

610
ডিএ বৃদ্ধি

সূত্রের খবর রাজ্য সরকারি কর্মীদের এবার বাজেটে ৪ শতাংশ ডিএ-র কথা ঘোষণা করা হতে পরে। যদিও এখনও কিছুই জানায়নি রাজ্য সরকার। সূত্রের খবর আলোচনা শুরু হয়েছে অর্থ দফতরে।

710
বর্তমান ডিএ

রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৪ শতাংশ হরে ডিএ পান। চার শতাংশ হলে তারা ১৮ শতাংশ হারে ডিএ পাবেন।

810
দুই বছরে ডিএ বৃদ্ধি

গত বছর চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তার আগের বার অর্থাৎ ২০২৩ সালে ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল।

910
কেন্দ্র ও রাজ্যের ফারাক

বর্তমানে এই রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের সরকারি কর্মীদের ডিএর ফারাক রয়েছে প্রায় ৩৯ শতাংশ।

1010
সুপ্রিম কোর্টে মামলা

ডিএ নিয়ে দীর্ঘ দিন ধরেই আন্দোলন করেছে রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টেও মামলা চলছে। যদিও একাধিকবার পিছিয়েছে শুনানি।

Read more Photos on
click me!

Recommended Stories