অবশেষে DA নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। একলাফে বেড়ে যেতে পারে অনেকটা বেতন। এমনই খবর পাওয়া গিয়েছে বিভিন্ন মহলে।
211
নবান্ন সূত্রে খবর এবার বাজেটের দিনই ঘোষণা করা হবে বর্ধিত DA-র কথা। একলাফে বেড়ে যাচ্ছে অনেকটা DA। দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য।
311
বহুদিন ধরেই ডিএ নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার শেষমেশ ডিএ বৃদ্ধি করতে বাধ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ইতিমধ্যেই ডিএ বাড়িয়েছে কেন্দ্র।
411
কেন্দ্রের দেখানো পথেই একে একে ডিএ বাড়িয়েছে একগুচ্ছ রাজ্য। সম্প্রতি অষ্টম পে কমিশনের ঘোষণাও করা হয়েছে।
511
অন্যদিকে পশ্চিমবঙ্গে শেষ বেতন কমিশন বসেছিল ২০১৫ সালে। হিসেব মতো প্রায় ১০ বছর পূর্ণ হয়েছে এবার নতুন বেতন কমিশন গঠনের সময় এসেছে।
611
তাই এবার সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে রাজ্যে। এমনই ভাবনা চিনতা নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খুব তাড়াতাড়ি হতে পারে এই ঘোষণা।
711
২০২৬ সালে বিধানসভা নির্বাচন তার আগেই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একধাক্কায় বেড়ে য়াবে অনেকটা বেতন।
811
কিছুদিন আগেই ডিএ বাড়বে না বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাতে ভীষণ অসুন্তুষ্ট ছিলেন বাংলার কর্মীরা। এবার মিটে যেতে পারে সেই অসন্তোষ। খুব তাড়াতাড়ি ঘোষণা হবে DA।
911
DA নিয়ে একগুচ্ছ ঘোষণা হতে পারে এই বাজেটেই এমনই আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা। এপ্রিলের আগেই বেড়ে যেতে পারে বেতন।
1011
কোনও বাঁধা ধরা নিয়ম না থালেও প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন ঘোষণা করা হয়। হিসেব মতো ১০ বছর হয়ে গিয়েছে তাই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণারও সময় এসেছে।
1111
এই বাজেটে একের পর সুখবর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে মিটে যেতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ।