বাড়ানো হবে না ডিএ, তবে বাংলার সরকারি কর্মীদের জন্য মিলল বড় খবর! বিজ্ঞপ্তি জারি

Published : Jan 24, 2025, 08:30 AM IST

নিয়মে বদল আসছে। ইতিমধ্যেই সেই বিষয়ে বিভিন্ন দফতরে বিজ্ঞপ্তি পাঠিয়ে দিয়েছে অর্থদফতর। ডিএ বাড়ানো না হলেও এই নিয়ম মেনে চলতে হবে বাংলার সরকারি কর্মীদের। রইল বিস্তারিত তথ্য।

PREV
110

এতদিন পর্যন্ত বাংলার রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য দিল্লির জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করা হতো।

210

তবে এবার নিয়ম বদল করা হচ্ছে। এবার থেকে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারেই স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য বা ডেটা সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে সরকার তরফে (West Bengal Government)।

310

রাজ্য সরকারের বেশ কিছু সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকাতেই চলে। তালিকায় কৃষকবন্ধু, বাংলার আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি।

410

একই সাথে রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচও রাজ্য নিজেই দেয়। সরকারি একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী দিনে যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব খরচে চালাবে সেগুলির তথ্য রাজ্য নিজের কাছেই রাখবে।

510

রাজ্য সরকারের নিজস্ব ‘ওয়েষ্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার’এ এবার থেকে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে।

610

জানা যাচ্ছে কেন্দ্র থেকে রাজ্যের কাছে তথ্য স্থানান্তর করা হলেও আগের সমস্ত তথ্যের ‘ব্যাক আপ’ রাখতে হবে জাতীয় ডেটা সেন্টারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কিছু গাইডলাইন সামনে এসেছে।

710

জানিয়ে রাখি, তথ্য স্থানান্তরের কাজের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা বেলা ১২টা পর্যন্ত স্বাস্থ্য প্রকল্পের এই পোর্টালটি ব্যবহার করতে পারবেন না রাজ্য সরকারি কর্মীরা।

810

বিজ্ঞপ্তি দিয়ে অর্থদপ্তর জানিয়েছে ওই সময়ের মধ্যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কেউ।

910

তবে ওই সময়ে সুবিধা প্রাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকার তরফে।

1010

কোনোভাবেই যাতে সুবিধা প্রাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কোনো সমস্যা না হয় সেই জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হয়েছে।

click me!

Recommended Stories