News Round Up: মহাকাল মহাতীর্থের শিলান্যাস থেকে দলের স্বার্থে বেতন কমাচ্ছে এফসি গোয়া , সারাদিনের খবর এক ক্লিকে

Published : Jan 16, 2026, 08:29 PM IST
news round up

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. মহাকাল মহাতীর্থের শিলান্যাস মঞ্চে উন্নয়নের ঝাঁপি খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে কল্পতরু মুখ্যমন্ত্রী, ভোটের আগে একগুচ্ছ ঘোষণা

২. কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুক্রবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া ও গুয়াহাটির (কামাখ্যা) মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চারটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও সূচনা করবেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

ভোটের আগে দরাজ মোদী! রাজ্যে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার সহ এক ডজন নতুন ট্রেন!

৩.মকর সংক্রান্তি এবং খিচুড়ি মহাপর্বের সময় টানা দুদিন ভক্তদের নিরাপত্তা, সুবিধা এবং ব্যবস্থাপনার তত্ত্বাবধানে ব্যস্ত থাকার পর, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার জনতা দর্শনের আয়োজন করেন। গোরখনাথ মন্দির চত্বরে আয়োজিত এই জনতা দর্শনে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাদের সমস্যা শোনেন এবং কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

গোরখনাথ মন্দিরে জনতা দর্শনে মুখ্যমন্ত্রী যোগী, জমি ও অপরাধ নিয়ে কড়া নির্দেশ

৪. লাহোর ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লোডশেডিং বন্ধ করার দাবি করলেও, তাদের আওতাধীন শহুরে এবং গ্রামীণ এলাকার বহু বাসিন্দা জানিয়েছেন যে এখনও ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। লেসকো জানিয়েছিল যে তারা বড় ধরনের লাইন লস থাকা ফিডারগুলো ছাড়া বাকি সব এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

৫. চুক্তিতে যে অঙ্কের কথা বলা হয়েছে, তার চেয়ে কম অর্থ নিয়েই এবারের আইএসএল-এ (Indian Super League 2026) খেলতে চলেছেন এফসি গোয়ার ফুটবলাররা। একইসঙ্গে সাপোর্ট স্টাফরাও কম অর্থ নিতে রাজি হয়েছেন। অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান-সহ (Sandesh Jhingan) দলের সবাই বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজির কর্ণধারদের আর্থিক ক্ষতির কথা মাথায় রেখে কম বেতন নিতে রাজি হয়েছেন। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

আইএসএল ২০২৬: দলের স্বার্থে বেতন কমাতে রাজি এফসি গোয়ার ফুটবলার, সাপোর্ট স্টাফরা

লাহোরে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, জিরো আউটেজের দাবি ব্যর্থ- বেহাল অবস্থা পাকিস্তানের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

মুখ্যমন্ত্রীর সফরের আগে জলপাইগুড়িতে গুলি, গ্রেফতার হওয়া প্রভাবশালী ব্যবসায়ীর জামিন
ইডি কাণ্ডে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা তৃণমূলের, মমতাকে কার্যত ধুয়ে দিলেন সৌম্য আইচ রায় | ED IPAC Case