দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রোর সময় বদল, ৭ মিনিট অন্তর সব ট্রেন

কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের দুই প্রান্তিক স্টেশন কবি সুভাষ ও দক্ষিণেশ্বর। এই দুই স্টেশনের মধ্যে যে ট্রেনগুলি চলছে, তাতে চড়েন হাজার হাজার যাত্রী।

কোন ট্রেন দমদম পর্যন্ত যাচ্ছে আর কোন ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে, সেটা দেখার দিন শেষ হতে চলেছে। সোমবার থেকে কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের বেশিরভাগ ট্রেনই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। পরীক্ষামূলকভাবে এই ট্রেন চালানো হবে। যদি দেখা যায় যাত্রীর সংখ্যা একইরকম থাকছে বা বাড়ছে, তাহলে ভবিষ্যতে কলকাতা মেট্রোরেলের ব্লু লাইনের সব ট্রেনই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চালানো হতে পারে। একইসঙ্গে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আরও একটা সিদ্ধান্ত নিয়েছে। এতদিন অফিস টাইমে ৬ মিনিট অন্তর ট্রেন চালানো হত। এবার থেকে ৭ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

দিনের প্রথম মেট্রোর সময় বদল

Latest Videos

কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ার সময় ৫ মিনিট এগিয়ে আনা হচ্ছে। এতদিন দিনের প্রথম ট্রেন ছাড়ত সকাল ৭টায়। এবার থেকে এই ট্রেন ছাড়বে ৬টা বেজে ৫৫ মিনিটে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের ট্রেন ছাড়বে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়ার সময় অবশ্য বদল করা হয়নি। আগের মতোই সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে দিনের প্রথম ট্রেন। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম ট্রেনের সময়ও বদল করা হয়নি।

দিনের শেষ মেট্রোরও সময় বদল

কলকাতা মেট্রোরলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে যাওয়া দিনের শেষ মেট্রোর সময় ৫ মিনিট পিছিয়ে দেওয়া হচ্ছে। এবার থেকে রাত ৯টা বেজে ২৮ মিনিটের পরিবর্তে রাত ৯টা বেজে ৩৩ মিনিটে ছাড়বে ট্রেন। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদমের দিকে যাওয়া দিনের শেষ ট্রেন আগের মতোই যথাক্রমে রাত ৯টা বেজে ৩০ মিনিট এবং ৯টা বেজে ৪০ মিনিটে ছাড়বে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Metro: যাত্রীদের স্বস্তি দিয়ে এখনই বাড়ছে না মেট্রো রেলের ভাড়া, নিশ্চিন্তে চড়ুন শেষ মেট্রোতে

সকালেই ভালো খবর! এই দিন থেকে চলবে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো, তারিখ জানিয়ে দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

এবার কী তবে বাংলায় ছুটবে বন্দে ভারত মেট্রো? শেষ হল ট্রায়াল রান, বিরাট আপডেট যাত্রীদের জন্য

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury