Darjeeling Vote: দার্জিলিং-এ ভোটের ৭২ ঘণ্টা আগে হাওয়া বদল পাহাড়ে,বিজেপির পাশে দাঁড়িয়ে কংগ্রেস ছাড়লেন বিনয় তামাং

রাজু বিস্তার পাশে দাঁড়ায়ে কংগ্রেস ছাড়লেন বিনয় তামাং। দার্জিলিং ভোটে জটিল হচ্ছে পাহাড়ের পরিস্থিতি।

 

দার্জিলিংএর রাজনীতি জটিল থেকে জটিলতর হচ্ছে। ভোটের আর বাকি মাত্র ৭২ ঘণ্টা। তারমধ্যেই বিজেপিকে সমর্থনের কথা বলে কংগ্রেস থেকে বহিঃষ্কৃত হলের পাহাড়ের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বিনয় তামাং। মাত্র পাঁচ মাসের কংগ্রেসি তিনি। জুন মাসেই অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদিয়েছিলেন বিনয় তামাং। আর এবার তাঁকে বহিষ্কৃত করল কংগ্রেস।

মঙ্গলবারই বিনয় তামাং ঘোষণা করেছিলেন তিনি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থন করবেন। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক-ছেদ করলেন তিনি। একটি ভিডিওবার্তায় বিনয় তামাং বলেছেন, 'এখন দুর্নীতি আর স্বজনপোশণের বিরুদ্ধে লড়াই করার সময়। সেই প্রেক্ষিতে আমি সমর্থন করছি বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। পাহাড়ের মানুষের কাছে বলব , আপনারাও রাজু বিস্তাকে সমর্থন করুন।' বিনয় তামাংএর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নড়েচড়ে বসে কংগ্রেস নেতারা। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে আগামী ৬ বছরের জন্য বিনয় তামাংকে কংগ্রেস থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Latest Videos

পাল্টা সরব হয়েছেন বহিষ্কৃত কংগ্রেস নেতা। বিনয় তামাং বলেছেন, সংগঠেনের নেতারা তাঁর উপর দায়িত্ব ন্যস্ত করেছিল। তাদের বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেস ছাড়া যাকে খুশি সমর্থন করা যেতে পারে। বিনয় তামাং বলেছেন, যা পরিস্থিতি তাতে দিল্লিতে আবার নরেন্দ্র মোদী সরকারের আসা নিশ্চিত করা জরুরি। দুই বথর পরে রাজ্যেও ক্ষমতায় এসতে পারে বিজেপি। তাই সব দিক বিবেচনা করেই রাজু বিস্তাকে সমর্থন করার প্রস্তাব নিয়েছি।

বিনয় তামাং কংগ্রেসে যোগদানের পরই পাহাড়ের গুঞ্জন ছিল তাঁকে প্রার্থী করতে পারে কংগ্রেস। কিন্তু তা হয়নি। পরিবর্তনে রাহুল গান্ধীরা বামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডের ঘনিষ্ট তথা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনীশ তামাকে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁকে প্রার্থী না করার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিনয়। শেষপর্যন্ত ভোটের মাত্র ৭২ ঘণ্টা কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন বিনয় তামাং। তাতে কংগ্রেস কিছুটা দুর্বল হল বলা যেতেই পারে।

কংগ্রেস সূত্রের খবর বিনয় তামাংকে প্রার্থী করার প্রস্তাব দিল্লিতে পাঠান হয়েছিল। কিন্তু তাতে শেষপর্যন্ত শিলমহর পড়েনি। অজয়ের হামরো পার্টি ইন্ডিয়া জোটের শরিক হওয়ার সেখান থেকেই প্রার্থী করা হয়েছিল। তাতেই তামাং শিবিরে ক্ষোভ বাড়তে থাকে। গোর্খা জনমুক্তি মোর্চা পার্টির নেতা ছিলেন । যদিও বিনয় তামাং বলেছেন, কংগ্রেস থেকে বহিষ্কার করায় তার তেমন কিছু যায় আসে না। তবে কংগ্রেসের পরাজয় নিশ্চত বলেও দাবি করেন তিনি।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন