DA এবার বাড়বে? মমতা সরকারের ওপর চাপ বাড়াতে বড় কর্মসূচি রাজ্যের সরকারি কর্মীদের
মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের অসন্তোষ দীর্ঘদিনের। দীর্ঘদিন ধরেই আন্দোলন করেছেন রাজ্যের সরকারি কর্মীরা। এবার সরকারের ওপর চাপ বাড়াতে নতুন কর্মসূচি ঘোষণা।
Saborni Mitra | Published : Oct 26, 2024 2:23 PM IST / Updated: Oct 26 2024, 07:54 PM IST
ডিএ অসন্তোষ
কেন্দ্রের সমান ডিএ বা মহার্ঘ ভাতা দিতে হবে। দীর্ঘ দিন ধরেই দাবি রাজ্যের সরকারি কর্মীদের। ডিএ-র দাবিতে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা।
বকেয়া ডিএ
রাজ্য ও কেন্দ্রের ডিএর ফারাক প্রায় ৩৯ শতাংশ। আগেই কেন্দ্রের কর্মীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। সম্প্রতি ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু রাজ্যের মহার্ঘ ভাতা বাড়েনি।
আন্দোলনের পথে
রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ এবার ডিএ সহ একাধিক দাবিতে নতুন করে সরকারের ওপর চাপ তৈরি করতে বড় কর্মসূচি ঘোষণা করেছেন।
২৯ অক্টোবর কর্মসূচি
বকেয়া ডিএ সহ কয়েকটি দাবিতে আগামী ২৯ অক্টোবর, মঙ্গলবার কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মীরা।
কর্মবিরতি
মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত পেন ডাউনের ডাক দিয়েছে সরকারি কর্মীরা।
নিয়োগের দাবি
রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএর পশাপাশি রাজ্যে সরকারের ৬ লক্ষ শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী নিয়োগেরও দাবি জানিয়েছে।
অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ
রাজ্যের সরকারি কর্মীদের আরও দাবি হল যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে। পাশাপাশি রাজ্যের সরকারি দফতরে থ্রেট কালচারের অবসান করতে হবে।
নবান্ন কানাঘুষো
রাজ্যের সরকারি কর্মীদের নিয়ন্ত্রণ করতে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি। তবে ২-৩ শতংশ ডিএ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রের ডিএ
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছে। কেন্দ্রের কর্মীরা যখন ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছে রাজ্যের কর্মীরা পাচ্ছেন ১৪ শতাংশ হারে ডিএ।
ডিএ মামলা
রাজ্যের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। একাধিক বার মামলা পিছিয়ে গিয়েছে। যদিও সেই মামলায় এখনও পর্যন্ত পার্টি নয় যৌথ সংগ্রামী মঞ্চ।