রাজ্য সরকার রাজ্যে সরকারি কর্মীদের জন্য বাজেটেই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছে। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয় রয়েছে রজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
211
মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন
রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করেছেন। পাশাপাশি আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে।
311
মহার্ঘ ভাতা বৃদ্ধি
এই পরিস্থিতিতে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের সরকারি কর্মীদের জন্য মগার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন বাজেটে।
411
প্রশ্ন কবে থেকে পাবেন এই টাকা
বাজেটে মগার্ঘ ভাতা ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে কবে থেকে এই বর্ধিত টাকা দেব রাজ্য সরকার।
511
কার্যকর এপ্রিল থেকে
রাজ্য সরকার ঘোষণা করেছেন বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে চলতি বছর এপ্রিল মাস থেকে। রাজ্য সরকারি কর্মীদের আশা আগামী মে মাসেইর মধ্যেই তারা হাতে পাবেন বর্ধিত মহার্ঘ ভাতা।
611
ডিএ-র হার
রাজ্য সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ ১৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৮ শতাংশ। রাজ্য সরকারি জানিয়েছে ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই বর্ধিত ডিএ।
711
ষষ্ঠ বেতন কমিশন
রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ পান। বেতনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে পেয়ে থাকেন।
811
ষষ্ঠ বেতন কমিশন গঠন
রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০২০ সালের ১ জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৫ বার ডিএ বেড়েছে।
911
কেন্দ্রের সঙ্গে ফারাক
রাজ্য সরকার বাজেটে ডিএ বাড়ানোর পরেও কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রয়েছে ৩৫ শতাংশ। যা নিয়ে অসন্তোষ রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
1011
মহার্ঘ ভাতা ছিল না
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, ২০২০ সালে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার সময় রাজ্যের তরফ থেকে আলাদা করে মহার্ঘ ভাতার ঘোষণা করা হয়নি। অর্থাৎ তখন ডিএ শূন্য ছিল। ২০২১ সালের ১ জানুয়ারি প্রথম দফায় মহার্ঘ ভাতা বাড়ানো হয়।
1111
মমতার ঘোষণা
ফারাক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, একদিনে সবটা হয় না। আমরা সবটাই ক্লিয়ার করব। ফেজ় বাই ফেজ় হবে সবটা। এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে, আমরা সেভাবে দেব।