অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় অমানবিক, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে খোঁচা দিলেন দেবাংশু

Published : May 20, 2024, 10:08 PM IST
Abhijit Gangopadhyay,

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেখানে একটি পুরুষ ও একটি মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে। 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আবারও অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাঁর অভিযোগ বিজেপির মহিলা মোর্চার এক নেত্রীকে চরম অপমান করেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ তাদের কথাবার্তার অডিও রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তেমনয়ই দাবি করেছে তৃণমূল কংগ্রেসের একটি সূত্র। তাই নিয়েই এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তমলুকেরই তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে অমানবিক বলেও দাবি করেন।

সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেখানে একটি পুরুষ ও একটি মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে। দেবাংশুর দাবি পুরুষ কণ্ঠটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর মহিলা কণ্ঠ বিজেপির মহিলা মোর্চার এক সদস্যের যেখানে মহিলা বলেছিলেন তিনি কিছু নেতার বিরুদ্ধে মামলা করেছেন। আর সেই সকল নেতা অভিজিতের সঙ্গেই প্রচার করছেন। তাই মহিলা নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। তার উত্তরে অভিজিৎ মহিলাকে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তারপরই বিরক্তের সঙ্গে ফোন কেটে দেন। এই ভিডিওর সত্যতা এশিয়ানেট নিউজ যাচাই করেনি। যদিও এই বিষয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিজেপির পক্ষ থেকে এদিন এই বিষয়ে কিছু বলাহয়নি।

অন্যদিকে এদিন তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু অভিজিৎকে জিরোওয়েট নেতা হিসেবেই আক্রমণ করেন। তিনি বলেন, রাজ্যের সব বিজেপি প্রার্থীদের তুলনায় অভিজিৎ দুর্বল। সম্প্রতি তাঁকে শুভেন্দু অধিকারী নর্দমা বলেও কটাক্ষ করেছিলেন। এদিন তারও উত্তর দেন দেবাংশু। তিনি বলেন, 'শুভেন্দুর কথা তিনি মেনে নিচ্ছেন। তিনি নর্দমা। তমলুকে অভিজিৎ শুভেন্দু যে নোংরা এনেছেন তা সাফ করার জন্যই তিনি গিয়েছেন।'

 

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি