দেবাংশু ভট্টাচার্য বলেছেন, 'শুভবুদ্ধির উদয় হোক। জুনিয়র ডাক্তারবাবু অনশন ত্যাগ করে পূর্ণ দমে কাজে ফেরত আসুক। তাদের মাথার পিছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের তারা চিনতে শিখুক।'
আবারও বিতর্কিত মন্তব্য তৃণমূল কংগ্রেস নেতা তথা আইটি সেলের দায়িত্ব প্রাপ্ত দেবাংশু ভট্টাচর্যের। এবার তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তুলনা করলেন মাওবাদীদের সঙ্গে। আরজি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন দেবাংশু। একাধিকবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কটাক্ষ করেছেন তিনি।
রবিবার ধর্মতলায় জুনিয়র ডাক্তাদের ১০ দফা আন্দোলনের ১৬তম দিন। এদিনই জুনিয়র ডাক্তাররা আগামিকাল , সোমবার নবান্নের বৈঠক নিয়ে নিজেদের সিদ্ধান্ত জনিয়েছেন। তাঁরা স্পষ্ট করে বলেছেন, তাঁদের দাবি পুরণ না হলে তাঁরা মঙ্গলবার থেকে সর্বাত্মক ধর্মঘটে যাবেন। এই বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশ ভট্টাচার্য। তিনি বলেন, 'এই হুমকির মানে কী! হুমকিটার মানে হচ্ছে আমাদের আবদার মানা না হলে আমরা মানুষ মারা শুরু করব। চিকিৎসা বন্ধ রাখা মানে তো মানুষ মারা। তাহলে আমি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মাওবদীদের কোনও তফাৎ দেখি না। মাওবাদীরাও বলে আমরা মানুষ মারি প্রতিবাদের জন্য এরাও বলেছে মঙ্গলবার থেকে চিকিৎসা বন্ধ করে মানুষ মারা শুরু করব।'
দেবাংশু ভট্টাচার্য আরও বলেছেন, ‘শুভবুদ্ধির উদয় হোক। জুনিয়র ডাক্তারবাবু অনশন ত্যাগ করে পূর্ণ দমে কাজে ফেরত আসুক। তাদের মাথার পিছন থেকে যারা কলকাঠি নাড়ছে তাদের তারা চিনতে শিখুক।’
শনিবার মুখ্যসচিব মনোজ পন্থের ইমেল পাওয়ার পর রবিবার জুনিয়র ডাক্তাররা সোমবার নবান্নের বৈঠক নিয়ে আলোচনা করেন। তাঁরা জানিয়েছেন, নবান্নের শর্ত মেনে নয়, নিজেদের শর্তেই তাঁরা বৈঠকে বসবেন। দাবি আদায় না হলে তাঁরা মঙ্গলবার থেকেই নিজেদের প্রস্তাবিত কর্মসূচিতে যাবেন। অর্থাৎ সর্বাত্মক ধর্মঘট। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিনিয়র চিকিৎসক ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।