Dengue Situation: বর্ষার শুরুতেই ডেঙ্গির বাড়বাড়ন্ত, রোগ প্রতিরোধে কড়া ব্যবস্থা প্রশাসনের

বর্ষা পড়তে না পড়তেই শহরে বাড়ছে মশার প্রকোপ। ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত শহরের বেশ কিছু মানুষ। তাই রোগ প্রতিরোধে এবার কড়া ব্যবস্থা নিতে চায় প্রশাসন। নেওয়া হচ্ছে কাধিক পদক্ষেপও। ডেঙ্গির উপদ্রব রুখতে নেওয়া হচ্ছে কী কী ব্যবস্থা? দেখে নেওয়া যাক।

Web Desk - ANB | Published : Jul 27, 2023 9:16 AM IST

19

কলকাতার জমা বিভিন্ন জায়গায় জমা জল ডেঙ্গির প্রকোপ বাড়ার বড় কারণ। তাই এখন জায়গায় জায়গায় জমে থাকা নোংরা জল পরিষ্কার করা একটা বড় কাজ।

29

ইতিমধ্যেই শহরে নোংরা জল পরিষ্কারের কাজও শুরু হয়েছে। পাশাপাশি দেওয়া হচ্ছে অন্যান্য পদক্ষেপও।

39

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠকেও বসেছে স্বাস্থ্যভবন।

49

এদিনের বৈঠকে মূলত দুটি বিষয় আলোচনা করা হয়েছে, রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি এবং মোকাবিলা।

59

বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্যভবনের জনস্বাস্থ্য বিভাগের কর্তা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়া রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সুপার এবং অধ্যক্ষরাও থাকবেন।

69

এই মুহূর্তে হাওড়া, কলকাতা, নদিয়া, দুর্গাপুর মহকুমা, মুর্শিদাবাদ, বোলপুর মহকুমা-সহ বেশ কয়েকটি জায়গা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রসাশন।

79

উত্তর ২৪ পরগনা জেলায় প্রতি বছরই বেশি থাকে ডেঙ্গির প্রকোপ। তাই এই জেলায় বিশেষ নজর দেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

89

ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে জমা জল সরানো এবং মশার লাভার নষ্ট করার কাজ।

99

ডেঙ্গির প্রকোপ রুখতে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের পথে নেমে কাজ করার আবেদন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos