প্রতিটি ব্লক স্তর থেকে ২০ জন করে মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন।
বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই রাজ্যের মহিলাদের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুলভাবে জনপ্রিয়তা অর্জন করেছে ‘কন্যাশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ ইত্যাদি প্রকল্পগুলি। এবার রাজ্যের মহিলাদের জন্য আরও একটি প্রকল্প আনছে রাজ্য। মাসে ৫০০ বা ১০০০ টাকা নয়, মহিলাদের অ্যাকাউন্টে ৯০০০ টাকা পর্যন্ত ঢুকতে পারে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘সেবা সখী’ ।
‘সেবা সখী’ প্রকল্পের আওতায় বয়স্ক বা শয্যাশায়ী অন্য কোনও ব্যক্তির যত্ন নেওয়ার জন্য মহিলাদের প্রশিক্ষণ দেবে রাজ্য সরকার । প্রশিক্ষণের পাশাপাশি ট্রেনিং চলাকালীন টাকাও প্রদান করা হবে। মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তাদের ক্ষমতায়নের জন্যই এহেন প্রকল্পের উদ্যোগ।
উল্লেখ্য, গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে । প্রতিটি জেলার প্রতিটি ব্লক থেকে ২০-৪০ জন মহিলা নিয়োগ পাবেন।নির্বাচিত মহিলাদের মৌলিক চিকিৎসা সেবা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। ড্রেসিং করা, ব্যান্ডেজ করা, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিসের মতো সাধারণ রোগের পরিচর্যা ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে বিস্তারে প্রশিক্ষণ পাবেন মহিলারা।
তবে, এই প্রকল্পে আবেদন করার পদ্ধতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে শীঘ্রই এই প্রকল্পের একটি পাইলট প্রকল্প শুরু করা হবে বলে জানা গেছে।
বারুইপুর, রাজারহাট, পাঁশকুড়া ও আমতা এই চারটি ব্লকে এই প্রকল্প চলবে।প্রতিটি ব্লক থেকে ২০ জন মহিলাকে নির্বাচন করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।কলকাতার ইনস্টিটিউট অফ জেরোন্টোলজিতে প্রশিক্ষণ পাবেন মহিলারা।নির্বাচিত মহিলারা শহুরে অঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন ৩০০ টাকা এবং গ্রামাঞ্চলে নিযুক্ত হলে প্রতিদিন ২৫৫ করে টাকা পাবেন।অর্থাৎ দৈনিক ২৫৫ টাকা করে হলে মাসিক ৭৬৫০ এবং ৩০০ টাকা করে হলে মাসিক ৯০০০ টাকা পর্যন্ত পেতে পারেন মহিলারা, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।