ডায়মন্ড হারবারে ধুন্ধুমার কান্ড! থানা ঘেরাও করে বিক্ষোভ-ধর্ণায় বসলেন বিজেপি প্রার্থী

Published : Jun 04, 2024, 11:43 AM IST
TMC BJP clash at Matua temple in Thakurnagar Dileep sarcasm on Abhishek Banerjee Mamtabala slams Shantanu Thakur bsm

সংক্ষিপ্ত

আজ ৫৪২টি আসনে ভোটগণনা চলছে। এর মধ্যে বাংলার ৪২টি আসনও রয়েছে। এই গণনার দিনেই এবার উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ডায়মন্ড হারবারে বর্তমানে প্রায় ৪২ হাজারের কাছাকাছি লিড নিয়ে ছুটছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

চব্বিশের লোকসভা ভোটের ফলাফল কেমন হবে তা নিয়ে বিগত দু-তিন দিন ধরে নানান সংবাদমাধ্যমের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এর মধ্যে সিংহভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছে, এবার বাংলায় গেরুয়া ঝড়ে বেসামাল হয়ে পড়বে TMC। সত্যিই কি তেমনটা হবে? আর কয়েকটা ঘণ্টার অপেক্ষা শেষেই মিলবে সেই উত্তর। সেই উত্তর পেতে গিয়েই উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র।

আজ ৫৪২টি আসনে ভোটগণনা চলছে। এর মধ্যে বাংলার ৪২টি আসনও রয়েছে। এই গণনার দিনেই এবার উত্তপ্ত হয়ে উঠল ডায়মন্ড হারবার। সাম্প্রতিক আপডেট অনুযায়ী, ডায়মন্ড হারবারে বর্তমানে প্রায় ৪২ হাজারের কাছাকাছি লিড নিয়ে ছুটছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়।

১৫৬ বজবজ, ভোটগণনা কেন্দ্রের সামনে এদিন ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি। সেখানে উপস্থিত কর্মীদের স্লোগান তুলতে দেখা যায়, কাউন্টিংয়ের নামে প্রহসন হচ্ছে কেন? জবাব দাও। ‘ডায়মন্ডের অভিশাপ অভিষেক দূর হটো’ বলেও স্লোগান তুলতে শোনা যায় তাঁদের। একইসঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন BJP-র কর্মী সমর্থকরা। এদিকে কর্মী সমর্থকদের সঙ্গে ধর্নায় বসেছেন অভিজিৎ।

আজ ধর্নায় বসে ডায়মন্ড হারবারে পুননির্বাচনের দাবিও তুলতে দেখা যায় BJP কর্মী সমর্থকদের। তাঁদের বলতে শোনা যায়, ‘কাউন্টিং হল থেকে BJP কার্যকর্তাদের বের করে দেওয়া হল কার স্বার্থে? জবাব দাও?’ ডায়মন্ড হারবারের নির্বাচন কার স্বার্থে প্রহসনে পরিণত হল? এই প্রশ্নও শোনা যায় গেরুয়া শিবিরের প্রতিবাদরত কর্মী সমর্থকদের মুখে। সব মিলিয়ে, ভোট গণনার দিন বেশ উত্তপ্ত হয়ে ওঠে ডায়মন্ড হারবারের পরিস্থিতি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর