এই অবস্থায় বিজেপির রাজ্যসভাপতি ইস্যুতে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। বুধবার দলীয় কর্মসূচিতে সুকান্ত মজুমদার বলেন, 'দলের প্রতি প্রত্যেকের দায়বদ্ধতা থাকা উচিত। বিজেপির প্রতি সুকান্ত মজুমদারের দায়বদ্ধতা আছে। সাংসদ থাকলে এবং না থাকলেও সুকান্ত বিজেপিরই। যদি একজন সাংসদও বিজেপির না থাকে, এটা যদিও হবে না। তবুও কথার কথা বলছি, সুকান্ত তখনও বিজেপিই থাকবে।'