শিক্ষাসাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য সরকার, কী ব্যবস্থা করা হচ্ছে?

রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। মহিলাদের জন্য একাধিক প্রকল্পের পাশাপাশি পড়ুয়াদের জন্যও রাজ্য সরকারের প্রকল্প রয়েছে। এই প্রকল্পের নাম শিক্ষাসাথী। এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

Soumya Gangully | Published : Dec 25, 2024 4:41 PM
110
রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে বাস করা এবং কম আয়ের পরিবারের পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ সরকারের

পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে পড়ুয়ারা বাস করেন এবং যাঁদের পরিবারের আয় কম, সেই পড়ুয়াদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর। রাজ্যের সব পড়ুয়াই অবশ্য এই নতুন ব্যবস্থার সুবিধা পাবে।

210
রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য কম দামে খাতা বিক্রির উদ্যোগ

পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দফতর পড়ুয়াদের জন্য কম দামে খাতা বিক্রি করার উদ্যোগ নিয়েছে। শিক্ষাসাথী প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

310
রাজ্য সরকারের নিজস্ব ছাপাখানা থেকেই পড়ুয়াদের জন্য খাতা তৈরি করা হচ্ছে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অধীনে থাকা শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেড পড়ুয়াদের জন্য খাতা তৈরি করছে। সম্প্রতি এই ছাপাখানার আধুনিকীকরণ করা হয়েছে।

410
শিক্ষাসাথী প্রকল্পের ফলে প্রেসের কর্মীদের পাশাপাশি পড়ুয়াদেরও লাভ হতে চলেছে

শিক্ষাসাথী প্রকল্পে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে যেমন মক দামে খাতা পাওয়ায় রাজ্যের পড়ুয়াদের লাভ হতে চলেছে, তেমনই শিল্পবার্তা প্রিন্টিং প্রেস লিমিটেডের কর্মীরাও কাজ পাচ্ছেন।

510
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের কম দামে খাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন

পড়ার নানা সরঞ্জামের দাম অনেক বেড়ে গিয়েছে। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাসাথী প্রকল্পে পড়ুয়াদের কম দামে খাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

610
শিক্ষাসাথী প্রকল্পে প্রাথমিকভাবে পড়ুয়াদের জন্য ৩ ধরনের খাতা ছাপানো হচ্ছে

রাজ্যের পড়ুয়ারা শুরুতে কম দামে ৩ ধরনের খাতা পাবে। পরে প্রয়োজন ও চাহিদা অনুযায়ী খাতার ধরন বাড়ানো হতে পারে।

710
রাজ্য সরকার শিক্ষাসাথী প্রকল্পে যে খাতা বিক্রি করবে, সেগুলির দাম কত হবে?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শিক্ষাসাথী প্রকল্পে ১০০ পাতার খাতা ৩৭ টাকা করে বিক্রি করা হবে। ১৬০ পাতার খাতা ৭০ টাকা করে বিক্রি করা হবে।

810
দামে কম, মানে ভালো, রাজ্য সরকারের শিক্ষাসাথী প্রকল্পের খাতা সম্পর্কে এমনই বলা হচ্ছে

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কম দামে যে খাতা দেওয়া হবে, সেই খাতাগুলির মান বাজার চলতি খাতার মতোই ভালো হবে।

910
রাজ্য সরকারের অধীনে থাকা মঞ্জুষা স্টল থেকে পড়ুয়াদের জন্য খাতা বিক্রি করা হবে

রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষাসাথী প্রকল্পে যে খাতা বিক্রি করা হবে, সেগুলি প্রাথমিকভাবে মঞ্জুষা স্টল, কনজিউমার কো-অপারেটিভ শোরুমে পাওয়া যাবে। পরে রেশন দোকান থেকেও খাতা বিক্রি করা হতে পারে।

1010
শিক্ষাসাথী প্রকল্পের আওতায় থাকা খাতায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা লেখা থাকবে

রাজ্য সরকারের জনকল্যাণমূলক যে প্রকল্পগুলি রয়েছে, সেগুলির কথা শিক্ষাসাথী প্রকল্পে দেওয়া খাতায় উল্লেখ করা হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos