লোন পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ! গ্রেফতার ব্যাঙ্কের ম্যানেজার

Published : May 04, 2024, 11:42 AM IST
Woman raped by a bank manager in Kanthi anbak

সংক্ষিপ্ত

লোন পাইয়ে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ! ঘটনায় অভিযুক্ত ব্যাঙ্কে ম্যানেজার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে।

লোন পাইয়ে দেওয়ার নাম করে যুবতীকে ধর্ষণ! ঘটনায় অভিযুক্ত ব্যাঙ্কে ম্যানেজার। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের বালাগেড়িয়ায়। রামনগর শাখার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করেন ওই মহিলা। কাঁথি মহিলা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ম্যানেজারের নাম মানসপ্রসাদ ঘটক। তার বাড়ি কাঁথির কুমারপুরে। রামনগরের এই ব্যাঙ্কের ম্যানেজার হলেন মানস।

নির্যাতিতা একটি বিউটি পার্লারের কর্মী। ওই বিউটি পার্লারেই যেতেন ম্যানেজারের মেয়ে। সেখানেই মানসের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার এবং তাকে লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় মানস।

শুধু তাই নয়, এপ্রিল মাসে লোন সংক্রান্ত কথা বলার জন্য যুবতীকে নিবেদিতা কমপ্লেক্সে ডেকে পাঠায় অভিযুক্ত। এরপর ওই যুবতীকে ধর্ষণ করেন তিনি। এমনকী নির্যাতিতাকে খুন করে ফেলারও হুমকি দেওয়া হয়েছে।

তবে এখনও এই ঘটনা সত্য কি না তা যাচাই করা হয়নি। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ও ৫০৬ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি