'ধর্ণা-বিক্ষোভের নাম করে ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসকরা'- আন্দোলনকারী ডাক্তারদের কটাক্ষ তৃণমূল সাংসদের

আন্দোলনের নামে একাংশ কাজে ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। সিপিএম ও বিজেপির নাম করে আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। পাশাপাশি সিপিএম-এর সঙ্গে চিকিৎসকদের গোপন আঁতাতেরও অভিযোগ তুললেন।

 

লজ্জা নেই। প্রশাসনের বিরুদ্ধে আরজি কর কান্ডে আন্দোলনের সুর যত চড়ছে, তত যেন বেফাঁস বলছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। একের পর এক বক্তব্য, কটাক্ষ সামনে আসছে তাদের। এই টালমাটাল পরিস্থিতিতে আন্দোলনকারী চিকিৎসকদের একাংশকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী (RG Kar Incident)। আন্দোলনের নামে একাংশ কাজে ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। সিপিএম ও বিজেপির নাম করে আক্রমণ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ। পাশাপাশি সিপিএম-এর সঙ্গে চিকিৎসকদের গোপন আঁতাতেরও অভিযোগ তুললেন।

এই তৃণমূল সাংসদ বলেন 'ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে সিপিএম। এদের একটা বিধায়ক-সাংসদ নেই, জেলা পরিষদ নেই, পঞ্চায়েত নেই। আর এরা বড় বড় কথা বলে বেড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসেছে। মানুষ তাঁর সঙ্গে রয়েছে। প্রতিবাদ করুন। প্রতিবাদ করা মানুষের কাজ। কিন্তু প্রতিবাদ করার নাম করে গুন্ডামি করবেন না।'

Latest Videos

অরূপ চক্রবর্তী বলেন সিবিআইকে ডেকে আনা হল কারণ এই কেসের তদন্তে দেরি করতে চাইছে। কারা চাইছে দেরি করতে--বিজেপি-সিপিএম। কলকাতা পুলিশের হাতে থাকলে সুষ্ঠু তদন্ত হত। তাড়াতাড়ি শেষ হত তদন্ত। কিন্তু তা এরা চায় না।

উল্লেখ্য, যত সময় গড়াচ্ছে আর জি কর (RG Kar) কাণ্ডে সামনে আসছে নতুন তথ্য। গত শুক্রবার খাস কলকাতার এই হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনার সূত্র ধরে সঞ্জয় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। আর তারপরই কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা।

এদিকে, আরজি করের পাশবিক নারকীয় ধর্ষণ নিয়ে গোটা দেশ ফুঁসছে। সবচেয়ে বড় প্রশ্ন হল নির্যাতন করার পিছনে ক'জন জড়িত? সেদিন রাতে আদৌ কি সেমিনার রুমেই ঘটেছিল এই নৃশংস ঘটনা? যা নিয়ে তদন্তে নেমেই উদ্বিগ্ন সিবিআই আধিকারিকরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘ঠিক সময়ে না জাগলে Bangladesh-এর হিন্দুদের মতো অবস্থা হবে আমাদের’ সনাতনীদের বার্তা Sukanta-র
‘আমি আজও জানতে পারলাম না সেই রাতে কী হয়েছিল’ চোখে জল চলে আসবে অভয়ার মা-বাবার কথা শুনে | RG Kar
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
গ্ল্যামারাস লুকে ঘুম উড়ালেন Sushmita Sen! #shorts #shortsfeed #bollywood #shortsviral #shortsvideo
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র