Viral News: বাড়ির পোষ্যকে অপহরণ! সারমেয়কে খুঁজে না পেয়ে অসুস্থ মালিক, পশুটিকে খুঁজে দিলে কত টাকা পুরস্কার পাবেন, জানলে চোখ কপালে উঠবে

Published : Jun 19, 2024, 10:30 PM IST
Dog

সংক্ষিপ্ত

বাড়ির পোষ্যকে অপহরণ! সারমেয়কে খুঁজে না পেয়ে অসুস্থ মালিক, পশুটিকে খুঁজে দিলে কত টাকা পুরস্কার পাবেন, জানলে চোখ কপালে উঠবে

এ কী কাণ্ড! বাড়ি থেকে নিখোঁজ পোষ্য। তাকে নাকি আবার অপহরণ করা হয়েছে। শুধু তাই নয় পোষ্যকে খুঁজে দিলেই দেওয়া হবে ১০ হাজার টাকা। আসল ঘটনাটি কী?

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে একটি পোস্টার। যেখানে একটি সারমেয়র ছবি দেওয়া আছে। পাশে স্কুটিতে বসা তিনটি ছেলের ছবি। যারা সারমেয়টিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছেন। পোস্টারের তলায় বড় বড় করে লেখা "কিডন্যাপড" । এখানেই শেষ নয়, পোস্টারে লেখা রয়েছে " এই কুকুরটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কুকুরটি যে খুঁজে পাবেন তাঁকে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে। কুকুরের মালিক খুব অসুস্থ। দয়া করে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব এই নম্বরে যোগাযোগ করুন"।

এই পোস্টার শেয়ার হতেই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন পশুপ্রমেরী। মানুষের অপহরণ খবর মাঝেমধ্যেই সংবাদ মাধ্যমে দেখা যায়। খুঁজে দিলে অর্থ দেওয়া হবে এমনও বিজ্ঞাপন দেন অনেকে। কিন্তু সারমেয় খুঁজে দিলে ১০ হাজার পুরস্কার এমন বিজ্ঞাপন এর আগে প্রায় কেউই দেখেনি।

তবে সত্যিই হৃদয় বিদারক এই পোস্টার দেখে মন গলে গিয়েছে নেট পাড়ার বাসিন্দাদের। তাড়াতাড়ি যাতে পোষ্যটি ঘরে ফেরে সেই প্রার্থনাই করছেন সকলে। সারমেয়র মালিকের পরিস্থিতি নিয়েও দুঃখ প্রকাশ করেছেন তাঁরা। তবে কীভাবে সারমেয়টিকে অপহরণ করা হল তা এখনও পর্যন্ত জানা যায়নি।

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর