জগদ্ধাত্রী পুজোর চাঁদার জুলুমবাজি! মদ্যপ যুবকের তাণ্ডবে মাথা ফাটল মহিলার

চুঁচুড়া মহেশতলা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজো হয়। সেখানেই পুজো কমিটির সদস্যরা রাতে বসে গল্প করছিলেন। সেখানেই তাণ্ডব চালায় মদ্যপ যুবক।

 

চুঁচুড়া মহেশতলায় জগদ্ধাত্রী পুজোর উদ্যক্তাদের ওপর হামলার অভিযোগ উঠল এক মত্ত যুবকের বিরুদ্ধে।লাঠির আঘাতে মাথা ফাটে এক মহিলার। আহত হয়েছেন আরও চারজন। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,চুঁচুড়া মহেশতলা এলাকায় একটি জগদ্ধাত্রী পুজো হয়। সেখানেই পুজো কমিটির সদস্যরা রাতে বসে গল্প করছিলেন। পাড়ারই এক যুবক সৌরভ বেরা হঠাৎ সেখানে উপস্থিত হয়।গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে ইট ছুঁড়তে থাকে। ইটের আঘাতে এক জনের কানের পাশে লাগে। রক্ত পড়তে শুরু করে। চিৎকার চেঁচামেচি হচ্ছে শুনতে পেয়ে এলাকার অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসে । তাকেও মারধর শুরু করে অভিযুক্ত। আক্রান্ত ছেলেকে বাঁচাতে গেলে মাথায় লাঠির বাড়ি খান রিঙ্কু বেরা।

Latest Videos

খবর পেয়ে চুচুড়া থানার পুলিশ হাজির হয়।অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় আহতরা চুঁচুড়া হাসপাতালে চিকিৎসা করান। আক্রান্ত মহিলার মাথায় ১৫ টি সেলাই পড়ে। পাড়ার এক বাসিন্দা স্বর্ণাভ পাল বলেন,পাড়ায় জগদ্ধাত্রী পুজোর কাজ চলছিল। অনেকেই বসে গল্প করছিল। হঠাৎ করে মদ্যপ অবস্থায় সেখানে হাজির হয় সৌরভ বেরা। আমাদের পাড়া খুবই পুরনো যেখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভালো। কিন্তু সৌরভ পাড়ায় কারো সঙ্গেই খুব ভালোভাবে মিশে না। পুজোর জন্য চাঁদার জুলুমের কোনো প্রশ্ন নেই কারন সবাই এসে চাঁদা দিয়ে যায়। অভিযুক্ত যুবকের দাবী চাঁদার জন্য জুলুম করেছে পুজো কমিটি।তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

চুঁচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও স্থানীয় নয় নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আশিষ সেন বলেন,আমাদের পুজোর জন্য কোন চাঁদা তোলা হয় না লোকে বৃত্তি দিয়ে যায়।যে অভিযুক্ত যুবক তার পাড়ায় খুব একটা সুনাম নেই।আগেও বাইরের লোকের সাথে এরকম ঝামেলা করেছে টাকা পয়সা নিয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla