Duare Sarkar: আপনার বাড়ির কাছে কোথায় হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প? দেখে নিন একঝলকে

Published : Jan 29, 2025, 03:00 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতোই চলতি মাসে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar 2025) কর্মসূচি।

PREV
110
গত ২০২০ সাল থেকে শুরু হয় এই কর্মসূচি

লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথীর মতো আরও একাধিক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়। 

210
একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যায় এই ক্যাম্প থেকে

কিন্তু এখনও অনেকেই বুঝতে পারেন না যে, কোন ক্যাম্পে গেলে এবং কীভাবে এর সুবিধা পাওয়া যাবে।

310
আসলে, সঠিক ক্যাম্পেরই হদিশ জানেন না অনেকে

কিন্তু খুব সহজেই এর উত্তর পেতে পারেন প্রত্যেকে। 

410
কিন্তু কোথা থেকে?

রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে গেলেই দুয়ারে সরকার সংক্রান্ত সব তথ্য পাওয়া যায়।

510
বিনা খরচেই তা জানতে পারেন সাধারণ মানুষ

জেনে নিন সেই পদ্ধতি। 

610
প্রথমেই কম্পিউটার, ল্যাপটপ বা ফোন থেকে ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইটে যান

এরপর পেজের ডানদিকে Find Your Camp - অংশে ক্লিক করুন। 

710
সেখানে নিজের জেলা, ব্লক অথবা লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড সিলেক্ট করতে হবে

সঙ্গে সঙ্গেই ক্যাম্পের তারিখ এবং ক্যাম্প কোথায় হবে সেই তথ্য আপনার সামনে চলে আসবে। 

810
এবার নিজের সুবিধা মতো সময় বের করে যে কেউ নির্দিষ্ট সময়ে দুয়ারে সরকার ক্যাম্পে চলে যেতে পারেন

এই ক্যাম্প থেকে একাধিক সুবিধা পাওয়া যাবে।  

910
নবান্ন সূত্রে কী জানা যাচ্ছে?

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতি শংসাপত্র, শিক্ষাশ্রী, তফসিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ, কৃষি জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী শংসাপত্র, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কেসিসি (এগ্রিকালচার), কেসিসি (প্রাণিসম্পদ উন্নয়ন), তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক, কৃষি পরিকাঠামো তহবিল, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ, জমির পাট্টার আবেদন এবং বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়, ভবিষ্যত ক্রেডিট কার্ড ইত্যাদি পরিষেবা পাওয়া যায় এই ক্যাম্প থেকে। 

1010
এছাড়াও সম্প্রতি আরও দুটি নতুন পরিষেবা যুক্ত করা হয়েছে এই ক্যাম্পে

বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণও করা হবে এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories