Duare Sarkar: শুক্রবার থেকেই শুরু 'দুয়ারে সরকার' ক্যাম্প, আরও একগুচ্ছ সুবিধা? গাইডলাইন দিল রাজ্য

শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp)। 

Subhankar Das | Published : Jan 24, 2025 3:16 PM
115
২৪ জানুয়ারি, অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার শিবির

এই নিয়ে নবমবারের জন্য এই ক্যাম্প বসতে চলেছে। 

215
প্রায় এক বছর পর, রাজ্যে ফের শুরু হল এই কর্মসূচি

যা চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। 

315
বিভিন্ন এলাকায় ক্যাম্প চালিয়ে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদনপত্র জমা নেওয়া হবে

গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 

415
তবে এবারের জন্য দুয়ারে সরকার শিবিরে যুক্ত হয়েছে একটি স্পেশ্যাল স্কিমও

কী সেই প্রকল্প?

515
জানা গেছে, 'কৃষির যন্ত্রাংশ কেনার জন্য আর্থিক সাহায্য’ প্রকল্পে আবেদন করার সুবিধে মিলবে দুয়ারে সরকার থেকে

রাজ্যের কৃষি দফতর সূত্রে খবর, হস্তচালিত ছোট যন্ত্র থেকে বিদ্যুৎচালিত মেশিন, সবক্ষেত্রেই এই প্রকল্পে মিলবে ভর্তুকি। 

615
যার ফলে, উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরাও

জানা যাচ্ছে, ৫০-৮০% পর্যন্ত আর্থিক সহযোগিতা ভর্তুকি হিসেবে দেবে কৃষি দফতর। 

715
এমনিতে শক্তি চালিত যন্ত্রের ক্ষেত্রে ৫০-৬০% ভর্তুকি দেওয়া হয়

তবে ছোট যন্ত্রপাতির ক্ষেত্রে সাধারণত ৫০% ভর্তুকি দেওয়া হয়। 

815
পাওয়ারটিলার, সোলার পাম্প, ড্রোন, সিড ড্রিলের মতো অনেক কিছুতেই ভর্তুকি মেলে

কৃষি দপ্তরের জনপ্রিয় এই প্রকল্পের সুবিধা এ বার মিলবে দুয়ারে সরকারের ক্যাম্পে।

915
এবার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প

স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক এবং রূপশ্রীর মতো প্রকল্প বা ভাতার সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে।

1015
সাধারণত, কোনও স্কুল বা সরকারি অফিস চত্বরে এই ক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে

তবে এবার প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগে যে সব এলাকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, সেখানে ক্যাম্পের সংখ্যা আরও বাড়াতে হবে। 

1115
কিন্তু সবার আবেদনই গ্রাহ্য করা হবে না

সেক্ষেত্রে আবেদন বাতিল হওয়ার কারণ এবং তারপর ঠিক কী কী করণীয়, তা ঠিকমতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

1215
২৪ জানুয়ারি থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প (Duare Camp 2025)

আর ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

1315
তবে কেউ অন্য কোনও অজুহাত দিয়ে টাকা চাইলে রাজ্য একেবারেই তা বরদাস্ত করবে না

এই কথা SOP-তেই (Standard Operating Procedure) বলে দেওয়া হয়েছে আগে। 

1415
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে এই ক্যাম্প

রাজ্যের নির্দেশ, সমস্ত ক্যাম্পেই প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। 

1515
প্রসূতিদের জন্য ‘SHE CORNER’ বা বিশেষ কর্নার করতে বলা হয়েছে

সেইসঙ্গে, ফটোকপিও যাতে বিনামূল্যে করে দেওয়া হয়, সেই ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos