Duare Sarkar: এবার কি আরও একাধিক সুবিধা পাবেন রাজ্যবাসী? দুয়ারে সরকার নিয়ে বিরাট আপডেট

আগামী ২৪ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হচ্ছে আরও একবার শুরু হতে চলেছে ‘দুয়ারে সরকার’ শিবির।

Subhankar Das | Published : Jan 19, 2025 1:33 AM
115
রাজ্য সরকারের মোট ৩৭টি প্রকল্প এবং পরিষেবা পাওয়ার জন্য এই শিবিরগুলিতে আবেদন করা যাবে

সেই শিবির পরিচালনা করার জন্য শনিবার বেশ কিছু নির্দেশ দিয়েছে নবান্ন। 

215
পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, আগের মতো একগুচ্ছ আবেদন এবার আর গ্রহণ করা হবে না

সেইসঙ্গে, সঠিকভাবে শিবির পরিচালনার জন্য মোট ১১টি নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। 

315
সেখানে বলা হয়েছে, উৎসবের আবহেই আয়োজন করতে হবে এই শিবির

রাজ্যে এই নিয়ে নবমবার ‘দুয়ারে সরকার’ শিবির আয়োজিত হতে চলেছে।

415
সেখানে আবার ১৮টি দফতরের মোট ৩৭টি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে

আর এই শিবির নিয়েই শুক্রবার, জেলা প্রশাসনগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ। 

515
সূত্রের খবর, সেখানে একাধিক সুবিধা এবং অসুবিধার কথা শুনেছেন তিনি

তারপরেই শনিবার, একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের তরফ থেকে। 

615
ইতিমধ্যেই কলকাতার পুর কমিশনার এবং সকল জেলাশাসককে এই নির্দেশ পাঠানো হয়েছে

সেই নির্দেশিকায় ঠিক কী কী রয়েছে? 

715
সেখানে জানানো হয়েছে, জনগণের সুবিধার কথা মাথায় রেখেই শিবিরের জায়গা নির্ধারণ করতে হবে

স্কুল, কলেজ কিংবা কমিউনিটি হলে এই শিবির বসাতে হবে।

815
যেখানে একসঙ্গে বহু মানুষ জড়ো হতে পারেন

তবে এর আগে যে সব এলাকা বা মৌজায় কম শিবির হয়েছে, সেখানে এবার অবশ্যই শিবিরের আয়োজন করতে হবে। 

915
প্রত্যেক পঞ্চায়েতে ২-৩টি শিবির গড়তে হবে

তার চেয়ে বেশি সংখ্যায় শিবির করা যায় কি না, সেই সিদ্ধান্তও নেবে স্থানীয় প্রশাসন। 

1015
সেক্ষেত্রে ওই পঞ্চায়েতের জনসংখ্যা বুঝে সেই সিদ্ধান্ত নিতে হবে

ওয়ার্ড যদি ছোট হয়, তাহলে একাধিক ওয়ার্ডের বাসিন্দার আবেদন একটি নির্দিষ্ট শিবিরেই করতে পারবেন?

1115
প্রত্যন্ত এলাকার জন্য মোবাইল শিবিরের ব্যবস্থাও করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে

জানা যাচ্ছে, মোট শিবিরের ৩০% মোবাইল শিবির হতে হবে। 

1215
যাতে বেশি মানুষ সুবিধা পান, তাই সেই মতো শিবিরের স্থান, সময় এবং তারিখ নির্ধারণ করতে হবে

নির্ভুলভাবে আবেদনকারীদের কাছ থেকে তথ্য গ্রহণ করে আবেদনও নথিভুক্ত করতে হবে। 

1315
তাছাড়া নির্দেশিকায় এই শিবিরের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ার উপরেও জোর দিতে বলা হয়েছে

অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও একগুচ্ছ নির্দেশ দিয়েছে সরকার। সাধারণ মানুষকে সাহায্যের পাশাপাশি শিবিরে তাদের পণ্য বিক্রির কথাও বলা হয়েছে বলে জানা গেছে। 

1415
শুধু তাই নয়, কন্যাশ্রী ক্লাবের সদস্যদেরও এই শিবিরে যোগ দিতে বলা হয়েছে

নোডাল বিভাগের তৈরি করা নির্দেশিকাও পাঠানো হয়েছে। সবশেষে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, উৎসবের আবহেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করতে হবে। 

1515
আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে,

সেগুলি সব ২৮ ফেব্রুয়ারির মধ্যে ‘প্রসেসিং’ হয়ে যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos