দুয়ারে সরকার শিবিরে এবার মিলবে ৩৭ সরকারি পরিষেবা! বছরের শুরুতেই বসবে শিবির, জেনে রাখুন সঠিক তারিখ

জনপ্রিয় দুয়ারে সরকার প্রকল্প আবার ফিরছে জানুয়ারিতে। এই শিবির, যেখানে ৩৭টি সরকারি পরিষেবা পাওয়া যাবে। এই পরিষেবাগুলির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি কাজ।

Deblina Dey | Published : Jan 18, 2025 12:32 PM / Updated: Jan 18 2025, 12:43 PM IST
111

২০২৫ সালের জানুয়ারি মাসেই দুয়ারে সরকার প্রকল্প শিবির বসবে। আবারও সাধারন মানুষের সুবিধার্থে মমতা সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকার শিবির বসবে রাজ্য জুড়ে।

211

২৪ জানুয়ারি থেকে শুরু করে এই শিবির চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রকস্পের মাধ্যমে সমস্ত সরকারি কাজ বিভিন্ন সরকারি অফিসে গিয়ে করতে হবে না।

311

মমতা সরকার এই সব সরকারি অফিসের সুবিধা নিয়েছে এসেছে আপনার বাড়ির কাছেই। যাতে আফনার মূল্যবান সময় নষ্ট না হয়।

411

এই শিবিরে ৩৭ টি মোট সরকারি সুবিধা প্রদাণ করা হবে। যদি আপনার এগুলির মধ্যে কোনও সুবিধা নেন, নির্দিষ্ট নথি জমা দেবেন। সেই নথি যাচাই করে আপনার কাজ সম্পন্ন হবে।

511

এর আগের দুয়ারে সরকারের শিবিরের থেকে এবার আরও বেশি সংখ্যক সরকারি পরিষেবা মিলবে দুয়ারে সরকারের শিবিরে।

611

নির্বাচণে জয়ী হওয়ার জন্য মমতা সরকারের এই প্রকল্পগুলি বিশেষ ভাবে কাজ করেছে। মানুষ যত সুবিধা পাবে তত সরকারের প্রতি ভরসা বাড়বে।

711

যেমন বাংলার বা়ড়ি যোজনার প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই গ্রাহকদের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে।

811

মমতা সরকারে এই প্রকল্প বিশেষ করে দুয়ারে সরকার শিবিরকে নির্বাচনের আগাম প্রস্তুতি হিসেবে মনে করছেন বিরোধীরা।

911

দুয়ারে সরকার প্রকল্পে শুধু লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী এই ধরণের সরকারি কাজ হয় এমনটা নয়।

1011

এই শিবিরে শিক্ষা, স্বাস্থ্য, পেনশন, বার্ধক্যভাতা-সহ মোট ৩৭টি সরকারি কাজের সুবিধা প্রদান করা হবে।

1111

যা প্রতিটি এলাকার দলের সহকারীরা এলকায় প্রচারের মাধ্যমে বিস্তারিত বিবরণ দিয়ে দেবে। সেই মত গেলেই মিলবে সুবিধা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos