West Bengal Rain Alert: সক্রিয় নিম্নচাপের জেরে বাড়বে আরও বৃষ্টি, হাওয়া বদল নিয়ে রইল বড় আপডেট

Published : May 26, 2025, 01:54 PM ISTUpdated : May 26, 2025, 02:07 PM IST
Heavy Rain Alert

সংক্ষিপ্ত

WB Weather News: নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টিপাত। যারফলে তেতেপোড়া গরমে কিছুটা স্বস্তি মিলেছে। কেমন থাকবে আজকের আবহাওয়া জানুন বিস্তারিত সম্পূর্ণ  প্রতিবেদন পড়ে… 

WB Weather News: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে সোমবার সকাল থেকেই গোটা রাজ্য সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কখনও মুষলধারা কখনও আবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে মহানগর। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন...

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ু অনুকূল পরিবেশ পেয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে প্রবেশ করবে। মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ রয়েছে। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল ১৩ মে। নির্ধারিত দিনের আগেই কেরলে ও বর্ষা। আট দিন আগে কেরলে ঢুকেছে বর্ষা। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দফতরের।

নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস (WB Weather News):-

পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সং‌লগ্ন এলাকায় আগামী ২৭ মে মঙ্গলবার নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। পরবর্তী দুই দিনের মধ্যে আরও শক্তি বাড়াবে এই নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের দিকে অভিমুখ। ওড়িশা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যাবে এবং আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। একটি অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত যেটি গুজরাটের উপর দিয়ে আছে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update):-

দক্ষিণবঙ্গের সাত জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ চব্বিশ, পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি ও সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে। নয় জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলা কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

বুধবার বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির দক্ষিণবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আট জেলাতে। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে।

শুক্র-শনিবারেও বৃষ্টির সম্ভাবনা বেশি হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সাত জেলাতে হতে পারে। হুগলী,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-

সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাস বইবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর জেলাতে। বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। 

বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং মালদহ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর  আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। এই তিন জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবারেও এই তিন জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: বঙ্গে মোদীর আগমন ঘিরে বড় বার্তা শমীকের! দেখুন কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি
বিয়ের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কড়কড়ে ২৫০০০ টাকা, জানুন কী করে পাবেন প্রকল্পের টাকা