WB Rain Alert: সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে কোন-কোন জেলা?

Published : Jun 20, 2025, 12:48 PM IST
Monsoon  Rain Alert

সংক্ষিপ্ত

WB Heavy Rainfall: বঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় হতেই দিনভর বৃষ্টিতে ভিজছে বাংলা। শুক্রবারও সকাল থেকেই মহানগরের মুখভার। আজ কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

WB Heavy Rainfall: আষাঢ়ের শুরুতেই বঙ্গে শুরু বর্ষার ঝোড়ো ব্যাটিং। সক্রিস মৌসুমি অক্ষরেখার জেরে লাগাতার বৃষ্টিতে ভিজছে বাংলা। বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকেই আকাশের মুখভার। মাঝেমধ্যে হালকা রোদের দেখা মিললেও দিনভরই থাকবে মেঘলা আবহাওয়া। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা সক্রিয়। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সুস্পষ্ট নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরেছে। আরও একটি সিয়ার লাইন রয়েছে পঞ্জাব থেকে অসম পর্যন্ত।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Today South Bengal Weather Forecast):-

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস।‌ বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পশ্চিমের জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে। বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলী ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে। 

শুক্রবার ও শনিবার বৃষ্টির সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়। এই দুই দিন সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update):-

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার অতিভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের তিন জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। মঙ্গলবার ভারী বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

তৃণমূলের বুথ সভাপতিকে কুপিয়ে খুনের অভিযোগ, ছাব্বিশের ভোটের আগে ফের উত্তপ্ত নানুর
Babri Masjid Foundation: বাবরি মসজিদ শিলান্যাস ঘিরে বেলডাঙায় জনস্রোত! সময় বাড়তেই উপচে পড়ছে ভিড়