সপ্তাহান্তে ভারী বৃষ্টি-দুর্যোগের পূর্বাভাস একাধিক জেলায়, রইল আবহাওয়ার বিরাট আপডেট

Published : Jul 25, 2025, 08:25 PM IST
Rain

সংক্ষিপ্ত

WB Weather Forecast: সপ্তাহান্তে ফের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কোথায় কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? জানুন বিশদে… 

WB Weather Forecast: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে দিনভর বৃষ্টিতে ভিজেছে মহানগর সহ শহরতলি। জেলায়-জেলায় বৃষ্টিতে পারদ পতন কিছুটা হলেও এখনি অব্যহতি নেই বৃষ্টির হাত থেকে। এই বৃষ্টির কারণেই উইক এন্ডে ভেস্তে যেতে পারে ঘুরতে যাওয়ার প্ল্যান! কারণ, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। গভীর নিম্নচাপের অবস্থান উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এবং বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়।

বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৬০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান। ক্যানিং থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। সাগরদ্বীপ থেকে ৮০ কিলোমিটার পূর্বদিকে। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান। শুক্রবার বিকেলের মধ্যে এটি বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল এলাকা অতিক্রম করবে। পরবর্তী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে উত্তর ওড়িশা ও সংলগ্ন ঝাড়খন্ড এলাকা ঢুকে পড়বে নিম্নচাপ।

মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া এবং কলকাতার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তল থাকবে। মৎস্যজীবীদের ২৯ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে শুক্রবারও প্রবল বৃষ্টিপাত। দফায় দফায় বৃষ্টি। কোথাও একনাগাড়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রবল বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। এছাড়াও অতি ভারী বৃষ্টি বা ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায়-জেলায়। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায়। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা। রবিবারে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। শনিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পূর্বাভাস। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?