WB Weather Alerts: ঘূর্ণিঝড় 'উইফার' প্রভাবে বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, দুর্যোগের পূর্বাভাস একাধিক জেলায়

Published : Jul 23, 2025, 01:43 PM IST

WB Weather Forecast: বুধের সকাল থেকেই শহর ও শহরতলিতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া। আর্দ্রতাজনিত অস্বস্তিতে বাড়ছে ফের গরম! কতদিন পর্যন্ত চলবে এই রকম আবহাওয়া? জানুন বিস্তারিত। দেখুন ফটো গ্যালারি।। 

PREV
114
আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। ঘামে ভিজবে শরীর। দিনে বৃষ্টির সম্ভাবনা কম। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাতে। বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

214
ঘূর্ণিঝড় উইফার প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা

হাওয়া অফিস সূত্রে খবর, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার(WIPHA) অংশ এসে আজ ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের সম্ভাবনা। ২৪ জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।

314
মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। শ্রী গঙ্গানগর রহতক বরাবাঁকি বালিয়া পাটনা বাঁকুড়া কাঁথি র ওপর দিয়ে পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। অন্ধ্রপ্রদেশ ছত্রিশগড় এবং ঝাড়খণ্ডের উপর রয়েছে তিনটি ঘূর্ণাবর্ত। একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যেটি কর্ণাটক থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত।

414
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ বৃষ্টির সম্ভাবনা বিকেলে বা রাতে হতে পারে।  সকাল থেকেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি।

514
নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

614
ভারী বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়?

শুক্রবার মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে।ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে।

714
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, শনি-রবিবার উইকেন্ডেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

814
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে।

914
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

 বুধবার এবং বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বৃষ্টি না হলে।

1014
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

1114
ভারী বৃষ্টির পূর্বাভাস

উইকেন্ডেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবারেও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

1214
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের পাঁচ জেলার দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু এক জায়গায় দমকা ঝড়ো বাতাস বইবে।

1314
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

1414
কলকাতার আজকের আবহাওয়া

আজ আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বেশি থাকবে। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি। বৃহস্পতি/শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৯২ শতাংশ।

Read more Photos on
click me!

Recommended Stories