বঙ্গে ফের সক্রিয় শক্তিশালী ঘূর্ণাবর্ত, উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি 'রেড অ্যালার্ট'

Published : Aug 01, 2025, 08:30 PM IST

WB Weather News: সন্ধ্যা থেকেই অঝোরে বৃষ্টি। যারফলে রাতের তাপমাত্রা অনেকটাই নেমেছে। সপ্তাহান্তে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
বঙ্গের আবহাওয়ার আপডেট

আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে। সাব-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী অঞ্চলে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি পর্যন্ত বিস্তৃত। এরফলে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। 

25
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ০১ অগাস্ট শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৭-১১ সেমি বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ০২–০৩ অগাস্ট আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ২০ সেমি-র বেশি বৃষ্টির আশঙ্কা, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং-এও প্রবল বৃষ্টি। ০৪–০৭ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ০১ অগাস্ট শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় ৭-২০ সেমি ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ০২–০৩ অগাস্ট নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রঝড় সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

45
একাধিক জেলায় জারি রেড অ্যালার্ট

আবহাওয়া মানচিত্রে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে “রেড অ্যালার্ট” (চূড়ান্ত সতর্কতা) ও দক্ষিণবঙ্গের বহু জেলাকে “ইয়েলো অ্যালার্ট” (সতর্কতা) হিসাবে চিহ্নিত করা হয়েছে। ফলে ফের সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। 

55
প্রভাব ও সতর্কতা হাওয়া অফিসের

1. নিচু এলাকা ও আন্ডারপাসে জল জমে বন্যার আশঙ্কা।

2. পাহাড়ি জেলায় ভূমিধসের সম্ভাবনা।

3. কাঁচা ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হতে পারে।

4. পর্যটন নিয়ন্ত্রণের পরামর্শ।

5. রাস্তা ও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

Read more Photos on
click me!

Recommended Stories