দুর্যোগ দক্ষিণবঙ্গের দুয়ারে! কাল থেকে টানা ৫ দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস

Published : Aug 01, 2025, 03:24 PM IST

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার।

PREV
16
দুর্যোগ আসন্ন

বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তেমন বৃষ্টি হয়নি কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু এই রোদ ঝলমলে আবহাওয়া কতদিন থাকবে তাই নিয়েই সংশয় প্রকাশ করেছে রাজ্যবাসী। কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দুর্যোগ আসন্ন। আগামী ৫ দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুর্যোগ হতে পারে বলে জানিয়েছে। রাজ্যের ওপর তৈরি হয়েছে নতুন একটি ঘূর্ণাবর্ত। যার কারণেই এই দুর্যোগের পরিস্থিতি তৈরি হচ্ছে।

26
ঘূর্ণাবর্ত সক্রিয়

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ফের ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরবঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তের উচ্চতা ৭.৩ কিলোমিটার। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানদর থেকে রোহতক, রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামিকাল অর্থাৎ ১ অগস্ট থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত।

36
দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি

শুক্রবার ১ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় এদিন বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ , বীরভূম ও দুই বর্ধমানে। ৩-৬ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

46
উত্তরবঙ্গে বৃষ্টি

উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি বাড়বে। আজ ১ অগাস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ, মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল ২ অগাস্ট শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলাগুলিতে কোনো কোনো সময়ে দুই এক পশলা মাঝারি বা তার চেয়ে একটু বেশি মাত্রার বৃষ্টি হতে পারে।

56
কলকাতার বৃষ্টি

কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম। বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। দোসর হবে বাতাসের প্রায় ৯৯ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমেনেয়ে নাজেহাল হবে কলকাতা। শনিবার থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে।

66
৭৩ শতাংশ বেশি বৃষ্টি

মৌসম ভবনের রেকর্ড অনুযায়ী চলতি বছর জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি মাসে শহরে মোট বৃষ্টি হয়েছে ৬৬৯ মিলিমিটার। ২০১৫ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হল কলকাতায়। আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী জুলাই মাসে স্বাভাবিকভাবে ৩৮৭.৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। চলতি বছর তার থেকে ৭৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories