শুক্রবার ১ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়েরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় এদিন বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ , বীরভূম ও দুই বর্ধমানে। ৩-৬ অগস্ট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।