Bapuji Cake Price: মূল্যবৃদ্ধির কোপে এবার বাপুজি কেক, দাম বাড়ল ১ টাকা

Published : Mar 22, 2025, 06:03 PM ISTUpdated : Mar 22, 2025, 06:38 PM IST
bapuji

সংক্ষিপ্ত

price hike Bapuji cake:কেক প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে মূল্যবৃদ্ধির কারণে বাপুজি কেকের দাম এক টাকা করে বাড়ান হয়েছে। 

price hike Bapuji cake: চায়ের দোকান থেকে পাড়ার মুদিখানার দোকান-- সর্বত্রই দেদার বিক্রি হয় বাপুজি কেক। টিফিন কেক নামেও অনেকেই চেনে। একটা সময় মাত্র ২ টাকার বিনিময় পাওয়া যেত বাপুজি কেক। কিন্তু এখন দাম বাড়তে বাড়তে পৌঁছে গেল ৮ টাকার কোটায়। আগে বাপুজি কেকের দাম ছিল ৭ টাকা। মূল্যবৃদ্ধির কারণে এবার আরও দাম বাড়ান হল।

কেক প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে মূল্যবৃদ্ধির কারণে বাপুজি কেকের দাম এক টাকা করে বাড়ান হয়েছে। এবার থেকে ৮ টাকা করে কিনতে হবে বাপুজি কেক। সংস্থার তরফ থেকে বলা হয়েছে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে দাম বাড়ান হল। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে গুণগত মানের সঙ্গে সামঞ্জস্য রেখেই কেকের দাম মাত্র এক টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্কুল পড়ুয়া থেকে সুরু করে কলেজ পড়ুয়া সকলেই প্রিয় বাপুজি কেক। অফিসযাত্রী ব সেলসম্যান এমনকি মুটেমজদুরদের জন্যও সস্তায় দুর্দান্ত খাবার ছিল বাপুজি কেক। ১৯৭৩ সালে থেকেই তৈরি হচ্ছে বাপুজি কেক। সেই থেকেই সাধারণ মানুষের খিদে মিটিয়ে আসছে বাপুজি কেক। কিন্তু এবার ধীরে ধীরে দাম বাড়ছে প্রিয় বাপুজি কেকের।

একটা সময় কলকাতা-সহ রাজ্যে ব্রান্ডের কেক খুবই কমই পাওয়া যেত। হাতে গোনা কিছু কেক প্রস্তুতকারক সংস্থা ছিল, যেগুলির বিক্রিবাটা কলকাতা ও শহরতলীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই সময় থেকেই রাজ্যের প্রত্যন্ত এলাকা এমনকি গ্রামেগঞ্জেও পৌঁছে গিয়েছিল বাপুদজি কেক। প্রথম থেকেই বাবুজি কেকের চাহিদা ছিল তুঙ্গে।  সেই ধারা এখনও প্রায় অব্যাহত রয়েছে।  অনেকের কাছেই বাপুজি কেক সস্তায় পেট ভরানোর খাবার হিসেবেও পরিচিত। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: বন্দে মাতরম নিয়ে সংসদে আলোচনার শুরু - দুপুর ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী