'জয় নিতাই' বলেই বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী, পৌঁছাতে পারলেন না তাহেরপুরে

Published : Dec 20, 2025, 01:34 PM ISTUpdated : Dec 20, 2025, 01:37 PM IST
PM Modi on Kerala Victory

সংক্ষিপ্ত

আবহাওযার প্রতিকূলতার কারণে সশরীতে নদিয়াতে পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্ধারিত সময় নেমেছিলেন কলকাতার দমদম বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যান নদিয়ার তাহেরপুরে। কিন্তু আবহাওয়ার কারণে তাহেরপুরে নামতে পারেনি মোদী।

আবহাওযার প্রতিকূলতার কারণে সশরীতে নদিয়াতে পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্ধারিত সময় নেমেছিলেন কলকাতার দমদম বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যান নদিয়ার তাহেরপুরে। কিন্তু আবহাওয়ার কারণে তাহেরপুরে নামতে পারেনি মোদী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন কুয়াশার কারণেই নামতে পারেনি মোদী। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে নির্ধারিত সময়ের আগেই বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছিলে। সভাস্থলে ছিল প্রচুর মানুষের ভিড়। কিন্তু মোদী টেলিফোনে ভাষণ দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলাতেই ভাষণ শুরু করেন। তিনি 'জয় নিতাই' বলেই তাঁর ভাষণ শুরু করেন। তিনি টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি জানিয়ে দেন আবহাওয়ার কারণে তিনি তাহেরপুরে নামতে পারেননি। তিনি রাজ্যের উন্নয়ন নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, নদিয়া এমন একটি স্থান যেখানে প্রেম করুণা আর ভক্তি মিলিত হয়েছে। এটি মহাপ্রভুর ভূমি বলেও দাবি করেন তিনি। তিনি সড়ক প্রকল্পের সূচনা করেন। তিনি বলেন নদিয়া ও উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলার উন্নয়নে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

মতুয়াদের উদ্দেশ্যে মোদী স্পষ্ট বার্তা দেন। তিনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আর বড়মাকে শ্রদ্ধা জানান। তিনি সরাসরি নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, এই সরকার উন্নয়নের ধারধারে না। এই সরকার কাটমানির ওপর নির্ভর করে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে উৎখাত করতে হবে। তাহলেই এই রাজ্যের বিকাশ ও উন্নতি হবে। তিনি বলেন মোদীকে পছন্দ নাও করতে পারেন। কিন্তু বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত না করা হয়। তিনি বিজেপির ডবল ইঞ্জিন সরকার তৈরির ওপর জোর দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র অনুপ্রবেশকারীদের সাহায্য করেন। তিনি বামেদেরও নিশানা করেন। তিনি বলেন, বামেদের খারাপগুলি রয়েছে তৃণমূলের মধ্যে। উন্নয়নের উদাহরণ হিসেবে তিনি ত্রিপুরা ও বিহারের কথা তুলে ধরেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ঘুগনি বিক্রিতে কোটিপতি হলে ভাইপো গরু বিক্রি করে কেন?’ মোদীর সভায় হুঙ্কার সুকান্তর
পাহাড়-তরাইয়ে 'সেতু' বাঁধছেন অজয় এডওয়ার্ড, নতুন দলের সূচনা করেই TMC-BJPকে হুঁশিয়ারি