হুগলিতে মূলত CESC এলাকার কিছু কমিটি রাজ্য সরকারের অনুদান প্রত্যাখ্যান করেছে। পুজো কমিটির কর্তাদের দাবি, CESC র পক্ষ থেকে ফোন করে বলা হয়েছে, যেহেতু অনুদান ফেরত দেওযা হয়েছে তাই তাদের বিদ্যুতের মাসুলে ছাড় মিলবে না। তারা CESC -র ধার্য করা বিল জমা দিচ্ছেন।