আজ সারাদিন ঝলমলে রোদ নাকি বৃষ্টি? জেনে নিন কী বলছে আবহাওয়া দফতর, কেমন থাকবে পঞ্চমীর আবহাওয়া

শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব। অনেকেই অপেক্ষা করছেন পুজোয় ঠাকুর দেখবেন বলে। কিন্তু, আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তিত সকলে।

Sayanita Chakraborty | Published : Oct 8, 2024 1:18 AM IST / Updated: Oct 08 2024, 06:49 AM IST

110

শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় চোখে পড়ছে সকলের। আবার অনেকে অপেক্ষা করছেন পঞ্চমী থেকে শুরু করবেন পুজো ভ্রমণ।

210

পুজোর সময় সকলেরই আছে ঘোরাঘুরির পরিকল্পনা। তবে, তা তখনই সম্ভব যখন আবহাওয়া সঠিক থাকবে।

310

একদিন কদিন ধরে টানা চলছে বৃদ্ধি। এর মধ্যে পুজোর কদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চিন্তিত সকলে। সদ্য প্রকাশ্যে এস সেই খবর।

410

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পুজোর আগে বৃষ্টি হলেও পুজোর কটা দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

510

সোমবার থেকে কমেছে বৃষ্টি। আগামী ৪৮ ঘন্টায় আরও বৃষ্টি কমবে বলে জানা গিয়েছে। তবে, ঘূর্ণবাত এবং সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু থাকায় দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।

610

আজ দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে প্রায় ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসে।

710

দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় ৯৪ শতাংশ।

810

বাতাস প্রবাহিত হবে আনুমানিক ২৭.৮ ডিগ্রি থেকে গতিবেগ থাকবে প্রায় N 0 km/h।

910

সব মিলিয় আজ পঞ্চমীতে আকাশ থাকবে পরিষ্কার। পুজোর কদিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাওই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

1010

আজ রোদ ঝলমলে আকাশ থাকবে সর্বত্র। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos