নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি! ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে

নিম্নচাপের বৃষ্টির মধ্যেই ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি! ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে রাজ্যে

Anulekha Kar | Published : Sep 26, 2024 9:23 AM IST
17
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

এমনিতেই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত বঙ্গে। এর মাঝেই বিপুল পরিমাণ জল ছাড়ল ডিভিসি।

27
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

বৃহস্পতিবার সকাল থেকে পাঞ্চেত, মাইথন ও দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে।

37
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

আবহাওয়া একইরকম থাকলে আরও জল ছাড়তে হতে পারে ডিভিসিকে বলে আশঙ্কা করা যাচ্ছে।

47
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে মাইথন জলাধার থেকে।

57
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

দুর্গাপুর থেকে ৩২ হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে ১২ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি বলে জানা গিয়েছে।

67
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

গত ১৭ সেপ্টেম্বর থেকে জল ছাড়ছে ডিভিসি এর কারণে একাধিক জেলা জলমগ্ন হয়েছে। এর প্রতিবাদে ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

77
ফের হাজার হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি!

যাতে এবার জল আর ছাড়া না হয় তার জন্য একাধিক বার বলেও লাভ হল না। বৃষ্টি হলে জল ছাড়া বাদে আর অন্য কোনও বিকল্প নেই বলেই বুঝিয়ে দিল ডিভিসি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos