'প্রতিশ্রুতি মানা হচ্ছে না' ফের স্বাস্থ্য সচিবকে ইমেল! আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

'প্রতিশ্রুতি মানা হচ্ছে না' ফের স্বাস্থ্য সচিবকে ইমেল! আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

Anulekha Kar | Published : Sep 26, 2024 1:37 PM / Updated: Sep 26 2024, 01:38 PM IST
17
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

'বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি মানা হয়নি' এই মর্মে অভিযোগ জানিয়ে ফের মুখ্য সচিবকে মেইল করল জুনিয়র চিকিৎসকেরা।

27
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

এই ইমেলে মোট সাত দফার দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কোনও প্রতিশ্রুতিই রাখা হয়নি বলে দাবি তাঁদের।

37
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

জানা গিয়েছে ইমেলের প্রথম দাবি রয়েছে 'থ্রেট কালচার' প্রসঙ্গে। সরকারি হাসপাতালে থ্রেট কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না তা লেখা রয়েছে প্রথম দাবিতে।

47
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

এ ছাড়াও প্রতিটি মেডিক্যাল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে ইন্টারনাল ইনভেসটিকেশন কমিটি গঠন করতে হবে বলেও দাবি লিখেছেন চিকিৎসকেরা।

57
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

আগামী ৭ দিনের মধ্যে কমিটি গঠনের দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা।

67
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

এ ছাড়াও টাস্ক ফোর্স গঠনের কথাও উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য সচিবকে পাঠানো ইমেলে।

77
আবার ধর্নায় বসছেন চিকিৎসকেরা?

এ ছাড়াও সমস্ত স্বাস্থ্য কর্মীদের বদলি যাতে স্বচ্ছ ও নিয়ম মাফিক হয় সেই কথারও উল্লেখ করা হয়েছে এই ইমেলে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos