ই-কেওয়াইসি বাধ্যতামূলক, রেশন ব্যবস্থা থেকে বাদ পড়ছেন কোটি কোটি মানুষ!

রেশন ব্যবস্থার মাধ্যমে যাতে দেশের সাধারণ মানুষকে খাদ্যপণ্য দেওয়া যায়, সেটা নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। যাঁদের আয় নির্দিষ্ট সীমার চেয়ে বেশি, তাঁদের রেশন ব্যবস্থার সুবিধা দিতে নারাজ সরকার।

Soumya Gangully | Published : Jan 20, 2025 10:00 AM / Updated: Jan 20 2025, 10:40 AM IST
110
রেশন কার্ড থাকা ব্যক্তিদের ই-কেওয়াইসি বাধ্যতামূলক করছে কেন্দ্রীয় সরকার

সারা দেশে যাঁদের রেশন কার্ড আছে, তাঁদের ই-কেওয়াইসি করতেই হবে। না হলে রেশন পাওয়া যাবে না। এই নিয়ম চালু করেছে কেন্দ্রীয় সরকার।

210
আয় সংক্রান্ত সীমা ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, এর ভিত্তিতেই রেশন পাওয়া যাবে

রেশন কার্ড থাকা ব্যক্তিদের জন্য আয়ের মাপকাঠি ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা ব্যক্তিরাই রেশন পাবেন।

310
১ জানুয়ারি থেকে রেশনের নতুন নিয়ম চালু হয়েছে, নির্দিষ্ট মাপকাঠির বাইরে থাকা ব্যক্তিরা রেশন পাবেন না

রেশন সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী, যাঁদের বিনামূল্যে খাদ্যপণ্য পাওয়া দরকার, শুধু তাঁরাই এই সুবিধা পাবেন।

410
নির্দিষ্ট আয়ের চেয়ে বেশি রোজগার করা ব্যক্তিদের রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে

যে ব্যক্তিদের আয় সরকার নির্ধারিত মাপকাঠির চেয়ে বেশি, তাঁদের রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

510
রেশন কার্ড থাকা ব্যক্তিদের নির্দিষ্ট আয়ের পাশাপাশি সম্পত্তির খতিয়ানও নিচ্ছে কেন্দ্রীয় সরকার

যাঁদের রেশন কার্ড আছে, তাঁদের আয় সংক্রান্ত তথ্যের পাশাপাশি সম্পত্তির বিষয়েও তথ্য নিচ্ছে কেন্দ্রীয় সরকার। নির্দিষ্ট সীমার চেয়ে বেশি সম্পত্তি ও আয় হলে রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়া হচ্ছে।

610
নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি আয় হলে এবং গাড়িু-জমি থাকলে রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়া হতে পারে

কারও বিলাসবহুল গাড়ি, বাইক বা স্কুটার থাকলে, উচ্চ আয় হলে, প্রচুর সম্পত্তি থাকলে রেশন ব্যবস্থা থেকে বাদ দেওয়া হচ্ছে।

710
কোনও রেশন গ্রাহক ই-কেওয়াইসি না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে কার্ড

রেশন কার্ডের ই-কেওয়াইসি করার শেষ দিন ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যাঁরা ই-কেওয়াইসি সম্পূর্ণ করেননি, তাঁদের রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে।

810
শহর ও গ্রামে বার্ষিক কত টাকার বেশি আয় হলে রেশন পাওয়া যাবে না জানেন?

কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী, শহরাঞ্চলে বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে এবং গ্রামাঞ্চলে বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হলে রেশন পাওয়া যাবে না।

910
রেশন ব্যবস্থার সুবিধা পাওয়ার জন্য গ্রাম ও শহরে সম্পত্তির কী সীমা রয়েছে?

শহরাঞ্চলে কোনও ব্যক্তির ১০০ বর্গমিটারের চেয়ে বড় ফ্ল্যাট বা বাড়ি থাকলে এবং গ্রামাঞ্চলে ১০০ বর্গমিটারের চেয়ে বড় জমি থাকলে রেশন পাওয়া যাবে না।

1010
শহর ও গ্রামাঞ্চলে কোন ধরনের গাড়ি থাকলে রেশন ব্যবস্থার সুবিধা পাওয়া যাবে না?

শহরাঞ্চলে কারও চার চাকার গাড়ি থাকলে রেশন পাওয়া যাবে না। গ্রামাঞ্চলে কারও ট্রাক্টর বা অন্যান্য চার চাকার গাড়ি থাকলে রেশন পাবেন না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos