হাওড়া-সেক্টর ৫ করিডোরের পুরো অংশের যাত্রী পরিষেবার বড় খবর, অপেক্ষা PMO-র সবুজ সংকেত

Published : May 04, 2025, 12:46 PM ISTUpdated : May 04, 2025, 12:47 PM IST

East-West Metro: মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাড়পত্র পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত চালু হতে পরে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা। 

PREV
112
ইস্ট - ওয়েস্ট মেট্রোর আপডেট

ইস্ট - ওয়েস্ট মেট্রো নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। যাত্রীদের জন্য সুখবর। কারণ খুব দ্রুত চালু হতে চলেছে হাওড়া ময়দান- সেক্টর ৫ পুরো অংশের যাত্রী পরিষেবা।

212
ইস্ট-ওয়েস্ট মেট্রোর দূরত্ব

ইস্ট-ওয়েস্ট মেট্রোর মোট ১৬.৬ কিলোমিটার করিডোর। বর্তমানে কাটা সার্ভিস চলে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ।

312
অসমাপ্ত বউবাজার

মাঝখানে অবস্থিত এসপ্ল্যানেড-শিয়ালদা অংশটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। বউবাজার এলাকায় সুড়ঙ্গের কাজ কয়েকবার ব্যহত হয়েছে। সেই কারণেই এই এলাকায় ব্যহত মেট্রো চলাচল।

412
কাজ প্রায় শেষের দিকে

সল্টলেক সেক্টর ৫ এবং শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুই প্রান্তের অংশগুলিতে মেট্রো সার্ভিস বর্তমানে চালু রয়েছে।

512
কিন্তু বাদ রয়েছে বউবাজার এলাকা

অসমাপ্ত সুড়ঙ্গের জন্য এখনও বাদ রয়েছে বউবাজার এলাকার মেট্রো চলাচল। তবে সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে । একাধিক পরীক্ষা চলছে।

612
নিরাপত্তা কমিশনের অনুমোদন

রেলওয়ে নিরাপত্তা কমিশনার সম্প্রতি বউবাজার এলাকার অসমাপ্ত অংশ পরিদর্শন করেছে। আর নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে।

712
২ মাস সময়

একজন কর্মকর্তা জানিয়েছেন যে, সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান পর্যন্ত পুরো অংশে কার্যক্রম দুই মাসের মধ্যে শুরু হতে পারে।

812
ছাড়পত্রের অপেক্ষা

মেট্রো কর্তৃপক্ষ সূত্রের খবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাড়পত্র পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

912
মেট্রো সূত্র

মেট্রোর এক আধিকারিক বলেছেন, 'শুধুমাত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে এবং আমরা তাদের অনুমোদনের জন্য অপেক্ষা করছি'।

1012
দমকলের ছাড়পত্র

বর্তমানে নির্দেশিকা অনুসারে কিছু কাজ চলছে এবং 'কার্যক্রম শুরু করার আগে দমকল বাহিনীর কাছ থেকে ছাড়পত্রের অপেক্ষা করা হচ্ছে বলেও মেট্রো সূত্রের খবর।

1112
দমকল সূত্রের খবর

দমকলের এক উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন, নিয়মিত অনুশীল চলছে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশন ও মেট্রো রেলওয়ে কলকাতা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেই সমস্ত কাজ করা হচ্ছে।

1212
কবে চালু হচ্ছে মেট্রো?

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ এই নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করতে নারজ। তবে একটি সূত্র মনে করছে পুজোর আগে চালু হয়ে যেতে পারে ইস্ট ওয়েস্টে মেট্রো পুরো অংশের যাত্রী পরিষেবা।

click me!

Recommended Stories