- Home
- West Bengal
- West Bengal News
- কবে বউবাজার জট কেটে হাওড় থেকে টানা সেক্টর ফাইভ মেট্রো যাত্রা? রইল সম্ভাব্য ভাড়া ও সময়
কবে বউবাজার জট কেটে হাওড় থেকে টানা সেক্টর ফাইভ মেট্রো যাত্রা? রইল সম্ভাব্য ভাড়া ও সময়
East-West Metro: পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনার ওপ রেলওয়ে সেফটির বা সিআরএস অনুমোদন দিয়েছে। যার অর্থ এবার থেকে বউবাজার এলাকার জট কাটতে চলেছে।

ইস্ট - ওয়েস্ট মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রোর জট কবে কাটবে তাই এখন আলোচনা শহরে। কারণ ইতিমধ্যেই বউবাজার এলাকার জট কাটার মুখে।
বউবাজরের নিরাপত্তা পরীক্ষা
ইতিমধ্যেই হয়েছে বউবাজার সুড়ঙ্গ এলাকার রেলওয়ে সেফটি পরীক্ষার।
অনুমোদন দিয়েছে রেলওয়ে
পরীক্ষার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কমিশনার ওপ রেলওয়ে সেফটির বা সিআরএস অনুমোদন দিয়েছে। যার অর্থ এবার থেকে বউবাজার এলাকার জট কাটতে চলেছে।
অনুমোদনের মেয়াদ
কিন্তু এই অনুমোদনের মেয়াদ মাত্র ৬ মাস। এই সময়ের মধ্যেই রেলওয়ে সেফটি কমিশনার যা যা নির্দেশ দিয়েছে সেগুলি সব মানতে হবে। যদি তা না হয় তাহলে আবার নতুন করেই পরীক্ষা করতে হবে।
মেট্রো চালুতে মরিয়া কর্তৃপক্ষ
সূত্রের খবর সেফটি কমিশনারের দেওয়া যাবতীয় নির্দেশ মেনে বউবাজার সুড়ঙ্গ এলাকায় মেট্রো চালু করতে মরিয়া কর্তৃপক্ষ।
কাটা অংশ জুড়বে
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত ৯.৪ কিমি অংশে পরিষেবা চালু আছে। আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশে চলছে মেট্রো। এসপ্ল্যানেড-শিয়ালদার মধ্যে পরিষেবা চালু হলেই পুরো ইস্ট-ওয়েস্ট করিডরে ছুটবে মেট্রো। বউবাজার সুড়ঙ্গে মেট্রো চালু হলে একসঙ্গে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রাস্তা আপডাউন করা যাবে।
কবে চালু?
তবে বউবাজার সুড়ঙ্গ দিয়ে কবে ছুটবে মেট্রো, এই প্রশ্ন নিয়ে আলোচনা শুরু হয়েছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ এখনও এই নিয়ে মুখ খোলেনি। সূত্রের খবর খুব তাড়াতাড়ি বউবাজার সুড়ঙ্গ দিয়ে মেট্রোর চাকা গড়াবে।
ভাড়া নিয়ে প্রশ্ন
যদি বউবাজার এলাকার মেট্রো চালু হয় তাহলে হাও়ড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেলের ভাড়া কত হবে? যাত্রীদের মধ্যে আলোচনাও তাই নিয়ে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথ। এই পথ অতিক্রম করতে গুণতে হতে পারে ৩০ টাকা।
মেট্রো কর্তৃপক্ষের বার্তা
যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কিছুই জানায়নি।
সময় লাগবে
হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হলে আপডাউন করতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ যেতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।
উপকৃত হবে
হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলে উপকৃত হবেন প্রচুর যাত্রী। বিশেষত হাওড়া ও হুগলি জেলার যাত্রীদের সুবিধে অনেক বেশি হবে।
প্রশ্ন কবে চালু হবে
কিন্তু কবে কাটবে বউবাজার এলাকার মেট্রো রেলের জট? যাত্রীদের এই প্রশ্নের উত্তর না দিয়ে মেট্রো কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে।

