জগদ্ধাত্রী পুজো: চন্দননগরে নামবে মানুষের ঢল! বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল, একবার দেখে নিন তালিকা

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চলবে বিশেষ ট্রেন। 

জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চলবে বিশেষ ট্রেন। আগামী শুক্রবার, জগদ্ধাত্রী পুজোর (Jagaddhatri Puja 2024) সপ্তমী।

আর সেই পুজো উপলক্ষ্যে, চন্দননগরে শামিল হবেন প্রচুর সাধারণ মানুষ এবং ঢল নামবে ভক্তদের। পুজোর আলোর রোশনাইতে মেতে উঠবে সবাই। দূরদূরান্ত থেকে মানুষ আসেন চন্দননগরে এবং বিভিন্ন মণ্ডপে চলে প্রতিমা দর্শন।

Latest Videos

এবার সেই কথা মাথায় রেখেই, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাওড়া ডিভিশনে প্রতিদিন পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, হাওড়া-ব্যান্ডেল শাখায় প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১০টি অতিরিক্ত ট্রেন চলবে। সেইসঙ্গে, হাওড়া-বর্ধমান ডিভিশনে একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার, অর্থাৎ ৮ নভেম্বর থেকে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেলে এবং রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে।

হাওড়া থেকে ব্যান্ডেলগামী বিশেষ ট্রেনগুলি ছাড়বে বিকেল ৫.২০, সন্ধ্যা ৭.৫৫, রাত ৮.৩৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০ মিনিটে। অন্যদিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী বিশেষ ট্রেনগুলি ছাড়বে সন্ধ্যা ৬.৩৫, রাত ৯.২০, রাত ৯.৫৫, রাত ১টা এবং রাত ২টোয়।

অন্যদিকে, হাওড়া থেকে বর্ধমানগামী বিশেষ ট্রেনগুলি ছাড়ার পরিকল্পনা করেছে পূর্ব রেল। রেলের তরফে জানানো হয়েছে যে, রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশ্যাল লোকাল ট্রেনটি ছাড়বে রাত ১০.৩০ মিনিটে।

এছাড়াও, বিসর্জনের দিন, অর্থাৎ ১২ তারিখ হাওড়া-ব্যান্ডেল শাখায় আরও অতিরিক্ত ট্রেন চালানো হবে জানিয়েছে রেল। কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। পুজোর চারদিন, সন্ধ্যা ৭.৩০ মিনিটের হাওড়া-মশাগ্রাম লোকাল বর্ধমান পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে।

সবমিলিয়ে, আবারও উৎসবে মানুষের পাশে রেল। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চলবে বিশেষ ট্রেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র