সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা গেল কোথায়? ১১ জেলায় উধাও অন্তত ২০ কোটি

Published : Nov 06, 2024, 09:02 AM IST
Apple, Samsung tablet

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় রহস্য সৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান সহ ১১ টি জেলায় প্রায় ২০ কোটি টাকা উধাও হয়েছে বলে জানা গেছে।

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য বরাদ্দ টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে না গিয়ে চলে গেল অন্য অ্যাকাউন্টে। পূর্ব বর্ধমানের প্রায় ১৪টি স্কুলে প্রায় ১ হাজার পড়ুয়ার ক্ষেত্রে ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষের তরফে এই বিষয় ইতিমধ্যেই সংশ্লিষ্ট জায়গায় অভিযোগ জানানো হয়েছে। সাইবার থানা ঘটনার তদন্ত শাখায় অভিযোগ করেছে। পুরো বিষয়টি তদন্ত শুরু হয়েছে। পূর্ব বর্ধমান ছাড়াও রাজ্যের প্রায় ১১টি জেলায় এই ঘটনা ঘটেছে। প্রায় ২০ কোটি টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয় রাজ্য সরকারে তরফে। স্কুল কর্তৃপক্ষের তরফে পড়ুয়াদের তালিকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ রাজ্যের শিক্ষা দফতরে পাঠানো হয়। সেই অনিসারে প্রকল্পের টারা সরাসরি ব্যাঙ্কে জমা পড়ার কথা। কিন্তু তা না হয়ে টাকা গেল অন্য অ্যাকাউন্টে।

বর্ধমানের সিএমএস হাই স্কুলে এ বছর একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে ৪১২ জন পড়ুয়া আছে। গত ৫ অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। এই স্কুলে ২৮ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্কুলের প্রধান বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেন। একই ঘটনা ঘটেছে মহারানী অধিরানি বালিকা বিদ্যালয়, বর্ধমান সাধুমতি বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গেও। সূত্রের খবর, পূর্ব বর্ধমানে ১৪টি স্কুলের প্রায় ১ হাজার জন ছাত্রাছাত্রীর অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এখন প্রশ্ন হল সরকারের দেওয়া ট্যাব কেনার টাকা গেল কোথায়? ১১ জেলায় উধাও অন্তত ২০ কোটি টাকা।  

 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে