SIR-এর নথি আপলোডে 'ইচ্ছেকৃত' ভুল! বড় শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকরা

Published : Jan 30, 2026, 08:53 AM IST

SIR document uploads: SIR নথি আপলোডে ভুল হলে শাস্তির মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট অফিসাররা। তাদের কাজ খতিয়ে দেখছে বিশেষ পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশন সূত্রের খবর ইতিমধ্যেই ভুল নথি আপলোডের অভিযোগ জমা পড়েছে। 

PREV
15
SIR-এ নথি আপলোডে ভুল!

রাজ্যে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা SIR প্রতক্রিয়ার শুনানি চলছে। সেখানেই একাধিক অভিযোগ জমা পড়েছে। শুনানির সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নথি আপলোড করতে কিছু আধিকারিক 'ইচ্ছেকৃত' ভুল করছেন। এই ঘটনায় কাঠগড়ায় ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা AEROরা। সংশ্লিষ্টদের চিহ্নিত করে শাস্তি দিতে পারে নির্বাচন কমিশন- তেমনই জানিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র।

25
কমিশনের পর্যবেক্ষকরা

SIR-এর কাজের তদারকির জন্য নির্বাচন কমিশন বেশ কয়েকজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে। তারাই এই ইচ্ছেকৃত ভুল চিহ্নিত করেছেন। কমিশন সূত্রের খবর এরজন্যই সংশ্লিষ্ট ERO ও AEROদের শাস্তির মুখে পড়তে হতে পারে।

35
ERO ও AEROদের নাম জমা

নির্বাচন কমিশন সূত্রের খবর, শুনানির নথি আপলোডে ইচ্ছেকৃত ভুলের বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন বিশেষ পর্যবেক্ষকরা। রাজ্যেরও কিছু বিধানসভা কেন্দ্রের ভোটারদের নথি খতিয়ে দেখে তারা এই ধরনের ভুল খুঁজে পেয়েছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ERO ও AEROদের নাম কমিশনের কাছে জমা দেওয়া হচ্ছে। কী ধরনের ভুল হয়েছে তাও জানিয়েছেন কমিশনের পর্যবেক্ষকরা।

45
'ইচ্ছেকৃত ভুল' কোনগুলি

নির্বাচন কমিশন সূত্রের খবর, উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রে এক অফিসার শুনানির সময় হাজির হওয়া ভোটারের নথি হিসেবে পাসপোর্টের কথা উল্লেখ করেছেন। কিন্তু আপলোড করেছেন আধার কার্ড ও প্যান কার্ড। এই জাতীয় ভুল ইচ্ছেকৃত না অসাবধানতায় হয়েছে তা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

55
নির্বাচন কমিশনের পদক্ষেপ

নির্বাচন কমিশন সূত্রের খবর, বিশেষ পর্যবেক্ষকদের এই ধরনের ভুল চিহ্নিত করতে বলা হয়েছে। যে সমস্ত অভিযোগ ইতিমধ্যেই জমা পড়েছে তা খতিয়ে দেখা হবে। সেগুলি ইচ্ছেকৃত ভুল না অসাবধানতায় হয়েছে তা খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন। যদি ইচ্ছেকৃত ভুল হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন ERO ও AEROদের শাস্ত দিতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories