- Home
- West Bengal
- West Bengal News
- SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
SIR: সন্দেহজনকদের তালিকায় 'DM' 'UM' দুটি শব্দ, চিন্তায় ফেলছে ভোটারদের,
SIR: সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টও তালিকাশ প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই তালিকায় থাকা দুটি শব্দ ভাবাচ্ছে ভোটারদের।

শেষপর্যন্ত সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ
সন্দেহজনক ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টও তালিকাশ প্রকাশের নির্দেশ দিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন নিজেদের ডেডলাইন ফেল করে ২৫ জানুয়ারি , রবিবার সন্দহজনক ভোটারদের তালিকা প্রকাশ করে।
তালিকা নিয়ে অভিযোগ
সন্দেহজনক ভোটারদের তালিকা নিয়ে অভিযোগ উঠেছে। একাধিক জেলায় সন্ধ্যের পরে ভোটার তালিকা টাঙানো হয়েছে। কোথায় এই তালিকা টাঙানোর জায়গা নেই। তাতেই সমস্যায় পড়েছেন ভোটাররা। কোনও কোনও জায়গায় অনেক রাতের দিকে তালিকা প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে হিয়ারিং নিয়েও একের পর এক অভিযোগ তুলছেন ভোটাররা।
তালিকা নিয়ে আতঙ্ক
সন্দেহজনক ভোটারদের তালিকা নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যের ভোটারদের মধ্যে। তালিকায় থাকা দুটি শব্দ উদ্বেগের কারণ। শব্দ দুটি হল 'DM' 'UM'। কারা কোন তালিকায় রয়েছে তা জানতে রীতিমত হয়রান হতে হচ্ছে ভোটাদের। কারণ এই দুটি শব্দের মাধ্যমেই সন্দেহজনক ভোটারদের শ্রেণী বিন্যাস করেছে কমিশন। তালিকায় থাকা ভোটাররা একে ওকে জিজ্ঞাসা করে শব্দদুটির অর্থ বা করেছেন।
DM-এর অর্থ
DM কথার অর্থ হল- এই তালিকায় থাকা ভোটারদের নাম ম্যাপ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের AI প্রযুক্তি এই তালিকায় থাকা ভোটারদের সন্দেহজনক বলে মনে করছে।
UM
UM শব্দের অর্থ- এই তালিকায় থাকা ভোটারদের নামই ম্যাপ করা হয়নি। অর্থাৎ এদের পাওয়া যায়নি। তবে ভোটার মধ্যে উদ্বেগের বিষয় হল কোনও ভোটার বেশি সন্দেহদজনক আর কোন ভোটার কম সন্দেহজনক।