৭ রাজ্যে SIR প্রক্রিয়ার মেয়াদ বৃদ্ধি , কেন উত্তরপ্রদেশ বেশি সময় পেল আর বাংলা পেলই না

Published : Dec 11, 2025, 06:00 PM IST

নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে SIR-এর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই রাজ্য়ের জন্য় তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধ করল কমিশন। 

PREV
16
SIR প্রক্রিয়া

নির্বাচন কমিশনের নির্দেশে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া চলছে। কিন্তু এদিন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে SIR-এর জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই রাজ্য়ের জন্য় তেমন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। জানুন কোন রাজ্যের জন্য কতটা সময়সীমা বৃদ্ধ করল কমিশন।

26
পশ্চিমবঙ্গে বাড়িত সময় নয়

নির্বাচন কমিশন SIR প্রক্রিয়ার জন্য সময়সীমা আরও একদফা বৃদ্ধি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আর সময়সীমা বৃদ্ধি করেনি নির্বাচন কমিশন। অর্থাৎ নির্ধারিত সময়ই শেষ হবে বঙ্গের SIR প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রের খবর এই রাজ্য SIR প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছে।

36
পশ্চিমবঙ্গে SIR -এর অবস্থা

পশ্চিমবঙ্গের সিইও দফতরহ সূত্রের খবর, এ রাজ্যে যেভাবে SIR-এর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় আর লাগবে না। রাজ্য নির্বাচন কমিশন দফতর জানিয়েছে, SIR-এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষের দিকে। এই রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। তাই দ্রুত গতিতে কাজ হচ্ছে।

46
SIR-এর মেয়াদ বৃদ্ধি

তামিলনাড়ু ও গুজরাটকে ১৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ১৯ ডিসেম্বরের মধ্যে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এই কাজ শেষ করতে হবে ১৮ ডিসেম্বরের ণধ্যে। খসড়া তালিকা প্রকাশ ২৩ ডিসেম্বর।

56
উত্তর প্রদেশে SIR

১২টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি সময় পেয়েছে উত্তর প্রদেশ। যোগী আদিত্য়নাথের রাজ্যকে এনুমারেশন ফর্ম ফিলাপ প্রক্রিয়া শেষ করার জন্য ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে ৩১ ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগেই বৃদ্ধি করা হয়েছিল ১৮ ডিসেম্বর পর্যন্ত। এই রাজ্যে খসড়া তালিকা প্রকাশ করতে হবে ২৩ ডিসেম্বর।

66
সময়সীমা বৃদ্ধির কারণ

উত্তরপ্রদেশ বড় রাজ্য। ভোটার সংখ্যা বেশি থাকায় বিএলও-দের চাপ বেশি। তাই এই রাজ্যকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। কেরলে পঞ্চায়েত নির্বাচন চলছিল। আর সেই কারণে প্রথমেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল। আন্দামান ও নিকোবরে ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। সেই কারণে এই রাজ্যগুলিতে সময় বাড়ান হয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories