অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ছাড়পত্র ইডি-কে, ১ লক্ষ টাকা জরিমানা ধার্য কলকাতা হাইকোর্টের

অনুব্রতকে এবার দিল্লি নিয়ে যেতে পারে ইডি। কলকাতা হাইকোর্ট কোনও রক্ষাকবচ দেয়নি। উল্টে দুটি আদালতে একই সঙ্গে মামলা করার জন্য এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে।

 

 

তৃণমূল কংগ্রসের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে আর কোনও বাধাই রইল না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শনিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইডি অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারবে। পাশাপাশি, কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এজলাস অনুব্রতকে এক লক্ষ টাকা জরিমানা দওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, দুটি কোর্টে আবেদন করে অনুব্রত মণ্ডল তথ্য লুকিয়েছিলেন। তিনি আদালতকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছেন। সেই কারনেই জরিমানা ধার্য করা হয়েছে।

Latest Videos

বেশ কয়েক মাস ধরেই অনুব্রত মণ্ডলকে গরুপাচারকাণ্ডে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ইডি। কিন্তু তৃণমূল নেতা একাধিকবার কোর্টের দ্বারস্থ হওয়ায় তা পিছিয়ে যায়। শনিবার অবশ্য কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। তার আগে শুক্রবার অনুব্রতর একই আবেদনে দিল্লির একটি কোর্ট অনুব্রতকে দিল্লিতে নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। এদিন শুনানির সময় অনুব্রতর আইনজীবী তাঁর শারীরিক অসুস্থথার কথা জানান। বলেন ফিসচুলা ফেটে গিয়ে রক্তপাত হচ্ছে তৃণমূল নেতার। পাল্টা ইডির আইনজীবী জানিয়েছেন প্রয়োজনে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে অনুব্রত।

শনিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে ওঠে এই মামলা। শুনানির সময়ই বলা হয়ে গত বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওযার আবেদন জানিয়েছিল ইডি। আসানসোলের সিবিআই আদালতে এই আবেদন জানান হয়েছিল। সিবিআই আদালত সম্মত হয়েছিল। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে অনুব্রত মণ্ডল একযোগে কলকাতা হাইকোর্ট ও দিল্লির কোর্টে মামালা করেন। শুক্রবারও আদালতে এই মামলার শুনানি হয়। কিন্তু সেই সময় কলকাতা হাইকোর্ট কোনও রায়ই দেয়নি। দিল্লির আদালতের রায়ের বিরুদ্ধেও কোনও স্থগিতাদেশ দেয়নি। এই অবস্থায় শনিবার বিশেষ বেঞ্চ গঠন করে অনুব্রতর মামলার শুনানি হয়।

এদিন দুই পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শোনার পরই বিচারপতি অনুব্রতর আবেদন খারিজ করে দেন। পাশাপাশি তাঁর আইনজীবী তাঁর জন্য যে রক্ষকবচের আবেদন করেছিলেন তাও দেয়নি আদালত। উল্টে দুটি আদালতে একই মামলা করে সময় নষ্ট করার অভিযোগ তুলে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করেন বিচারক।

শনিবার আসানসোলের জেলা হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা হয়। আসানসোল জেলা হাসপাতালের সুপার জানান অনুব্রতর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। তাঁর ফিসচুলার রক্তপাত আপাতত বন্ধ হয়ে গেছে। তাই শারীরিক কারণেও অনুব্রত দিল্লি যাত্রার আর কোনও বাধা থাকছে না। তবে তদন্তকারী সংস্থা সূত্রের খবর প্রয়োজনে অনুব্রতকে তারা এয়ার অ্যাম্বুলেন্সে করেই দিল্লিতে নিয়ে যেতে পারেন।

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik