মাত্র ২টি উত্তরে পেনের কালি, উত্তর দেখেই সুপারিশ হওয়া চাকরিপ্রার্থীর খাতা ধরে ফেলতেন কুন্তল ঘোষ

ইডির ম্যারাথন জেরার মুখে পড়ে এই চাঞ্চল্যকর জালিয়াতির প্রক্রিয়া ফাঁস করে দিয়েছেন কুন্তল।

শিক্ষক নিয়োগের পরীক্ষার OMR শিট থেকেই শুরু হত গরমিল। অদ্ভুত কারসাজিতে চাকরিপ্রার্থীর নাম ধরে ফেলতেন অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। আদালতে মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানির সময়ে এই চাঞ্চল্যকর কারসাজির কথাই ফাঁস করল ইডি।

নির্দিষ্ট দুটি প্রশ্নের উত্তরের গোল অংশ কালো কালি দিয়ে ভরাট করা। সেই কালির দাগ দেখেই বোঝা যেত সুপারিশের নাম। হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে ইডি। কুন্তলকে জেরা করে ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, চাকরি জন্য যে সমস্ত প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হত, তাঁদের নির্দিষ্ট করে পরীক্ষার শুধুমাত্র ২টি প্রশ্ন বলে দেওয়া হত। সেই ২টির উত্তর দেখেই হত জালিয়াতি।

Latest Videos

বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। বুধবার মানিকের জামিনের বিরোধিতা করে সওয়াল করেন ইডির আইনজীবী। তিনি তখন বিচারকের সামনে সওয়াল করেন, বাংলা আগে শিক্ষার উৎকর্ষকেন্দ্র ছিল। কিন্তু গত কয়েক বছরে শিক্ষার ক্ষেত্রে যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে, তা খুনের সামিল।

ইডির বক্তব্য, ২০১২ ও ২০১৪ সালের বেশ কিছু চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগানো হয়েছে বলে জেরার মুখে জানিয়েছেন কুন্তল ঘোষ। টাকার বিনিময়ে চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট দুটি প্রশ্ন জানিয়ে দেওয়া হত। OMR শিটে সেই দুটি প্রশ্নের উত্তরে তাঁরা কেবল ডট্ মার্ক দিতেন। অন্যান্য প্রশ্নের উত্তরগুলিতে তাঁরা কোনও দাগ দেবেন না, এরকমই নির্দেশ দেওয়া থাকত। কেবল সংশ্লিষ্ট দুটি উত্তরের ক্ষেত্রে তাঁরা ডট মার্ক দেবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা শুধু ওই দুটো প্রশ্নেই ডট মার্ক দিচ্ছেন, তাঁদেরকে পরবর্তীকালে চিহ্নিত করা হত। এরপর সেই ওএমআর শিটগুলোকে খুঁজে বার করা হত। এই চাকরিপ্রার্থীরাই সুপারিশ নিয়ে এসেছেন বলে বোঝা যেত। যে সমস্ত চাকরিপ্রার্থীরা আগেই পুরো টাকা মিটিয়ে দিতেন, তাঁদের ক্ষেত্রেই এই অভিনব পদ্ধতি ব্যবহার করা হত।

আরও পড়ুন-

ফের রাজ্যপাল বনাম রাজ্য-বিজেপির দ্বন্দ্ব চরমে, 'ধিক্কার' স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
১০০ দিনের কাজে আর কেন্দ্রের ওপর নির্ভরতা নয়, বিকল্প স্কিম নিয়ে আসার পরিকল্পনা করছে রাজ্য
কুন্তলের মুখে বারবার শোনা যেত ‘কালীঘাটের কাকু’-র কথা, ইডি দফতরে মুখ খুললেন গোপাল দলপতি

Share this article
click me!

Latest Videos

গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
অশোকনগরে ট্রেন অবরোধে তুলকালাম! কেন এই পরিস্থিতি হল? দেখুন | Ashoknagar News
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today