নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সাক্ষ্যগ্রহণ, অর্পিতা-সহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জগঠন ইডির

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের সঙ্গে কয়েক জনের নামে চার্জ গঠন করেছিল।

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সনেন্ট ডিরেক্টরেট চার্জ গঠন করল। তালিকায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-সহ মোট ৪৭ জনের। যদিও মঙ্গলবার ইডি-র বিশেষ আদালতে হাজিরা দিয়ে প্রত্যেকেই দাবি করেছেন তাঁরা সকলেই নির্দোষ। কিন্তু এই বিষয় সবথেকে এগিয়ে রয়েছে কুন্তল ঘোষ। তিনি নিজেকে নির্দোষ বলার পাশাপাশি সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র বাউল চরণদাসের সঙ্গে তুলনা করেন। যদিও আদালত কুন্তলের মন্তব্যে তেমন আগ্রহ দেখায়নি।

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের সঙ্গে কয়েক জনের নামে চার্জ গঠন করেছিল। মঙ্গলবার আরও ৪৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৫৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল ইডি। সংস্থাগুলির মধ্যে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স-এর নামও। যদিও আদালতে উপস্থিত থেকে এই সংস্থার প্রতিনিধি দাবি করেছেন তাঁর সংস্থা সম্পূর্ণ নির্দোষ।

Latest Videos

মঙ্গলবা বিচার ভবনে নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়ার শুনানি হয়। সেখানেই অভিযুক্তদের ভর্ৎসনা করে বিচারক বলেন, 'পার্থ, মানিক , সুজয়, অয়নদের ভূমিকা রয়েছে এই মামলায়। আপনারাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন। কেউ কেউ অপরাধ থেকে সম্পদ অর্জন করেছেন। তারপর সেই টাকা অপরাধের সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করছেন।' মঙ্গলবার অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পেশ করেছে তদন্তকারী সংস্থা। তারই ভিত্তিতে টাকা তছরুপ প্রতিরোধ আইন-এর নির্দিষ্ট ধারায় চার্জ গঠন করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে তা বিচারক পড়েও শুনিয়েছেন। তারপরই বিচারক শুনতে চান তাঁরা দোষী না নির্দোষ।

যাইহোক, এদিন চার্জগঠনের শেষে আদালত ইডিকে দুপুর ২টোর মধ্যে সাক্ষীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয়। সেইমত ইডি তিন জনের নাম জমা দিয়েছে। আগামী ১৪, ২০, ২৭ জনুয়ারি ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার শুনানিতে তাদের সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

অর্পিতা দাবি করেন তিনি নির্দোষ। কোনও সরকারি পদে তিনি ছিলেন না। তিনি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও বিষয়ে কিছুই জানতেন না। কুন্তল ঘোষও নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, 'কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছি। সেই কারণেই আমাকে ফাঁসানো হয়েছে।' তিনি আরও বলেন, প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। কুন্তলের এই মন্তব্যে আদালতের পাল্টা মন্তব্য হল- 'কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্মতলায় গিয়ে কথা বলুন এখানে নয়।'

অভিযুক্তদের তালিকায় হাইপ্রোফাইলরা হল- পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়, মনিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য, কুন্তস ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, মানিকের ছেলে সৌভিক ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News