বিপাকে প্রাক্তন বিচারপতি! মমতাকে কুকথার জবাব চেয়ে কমিশনের নোটিশ অভিজিৎকে

Published : May 17, 2024, 06:57 PM IST
Lok Sabha Elections 2024 hot seat Tamluk  Abhijit Gangopadhyay Devanshu Bhattacharya and Sion Banerjee will have a tough fight bsm

সংক্ষিপ্ত

সম্প্রতি একটি জনসভায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাম কত?'এছাড়াও জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়াকে নিশানা করে একাধিক আশালীন মন্তব্য করেন। যার তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। 

কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কুকথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? শুক্রবার তমলুকের বিজেপি প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যে নোটিশ পাঠিয়েছে তাতে বলেছে, 'অনুচিত, অন্যায় , মর্যাদার পবাইরে, প্রতিটি অর্থ খারাপ ভাবে ধরা হয়। প্রাথমিকভাবে এটি আদর্শ আচরণবিধি বিধান রাজনৈতিক দলগুলির পরামর্শ লঙ্ঘন বলে প্রমাণিত হয়েছে।' তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কে এজাতীয় নোংরা মন্তব্য করেছেন- তারই কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি সতর্কও করেছে। একই সঙ্গে নির্বাচন কমিশন ২০ মে অর্থাৎ আগামী সোমবার বিকেল ৫টার মধ্যে প্রাক্তন বিচারপতিকে নোটিশের জবাব দিতেও নির্দেশ দিয়েছে।

সম্প্রতি একটি জনসভায় অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দাম কত?'এছাড়াও জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্য়াকে নিশানা করে একাধিক আশালীন মন্তব্য করেন। যার তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ঘাসফুল শিবির সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়।

তৃণমূল কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে তমলুকের বিজেপি প্রার্থী যথেষ্ট নিম্নরুচির পরিচয় দিয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে দ্রুত ফৌজদারী মামলা শুরু করতে হবে কমিশনকে। তৃণমূল কংগ্রেসের আরও দাবি, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ওপর জনসভা, রোডশো বা একান্ত সাক্ষাৎকারে যোগদান থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করতে হবে। এর প্রথম কারণ হল, অভিজিৎ যাতে আর কখনও প্রকাশ্যে বা জনসভায় মমতার বিরুদ্ধে নোংরা মন্তব্য করতে না পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপি নেতারা যাতে মমতা সম্পর্কে অশালীন মন্তব্য না করে তারও নিশ্চয়তা দিতে হবে। তৃণমূল কংগ্রেসের দাবি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় আক্রমণ করে তমলুকের বিজেপি প্রার্থী যথেষ্ট নিম্নরুচির পরিচয় দিয়েছে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে দ্রুত ফৌজদারী মামলা শুরু করতে হবে কমিশনকে। তৃণমূল কংগ্রেসের আরও দাবি, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের ওপর জনসভা, রোডশো বা একান্ত সাক্ষাৎকারে যোগদান থেকে বিরত থাকার জন্য নিষেধাজ্ঞা জারি করতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বিস্ফোরক দিলীপ ঘোষ, বললেন, 'কর দম থাকলে'
Gita Path 2025: ভোর থেকেই জনসমুদ্র! হাতে গীতা কপালে তিলক নিয়ে ব্রিগেডে পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠ